সহজিয়া-সাহিত্য—অকিঞ্চন দাস—১৮শ শতাব্দী। S98సి শুন শুন মহাশয় করি নিবেদন । কহত নিত্যের কথা করিএ শ্রবণ ॥ কেমতে বা নিত্য রহে কাহার উপর । কাহা হৈতে উদ্ভব হয় কহত সকল ॥ কোন বর্ণ হএ সেই কিসের গঠন। চন্দ্র-স্বৰ্য্য-গতি তথা নাহি কি কারণ ॥ পবনের গতি নাই মনের গোচর। -, কোন রূপে পাই তাহ কহ নরেশ্বর ॥ আর এক নিবেদন শুন সুবচন । তবে বীজ কয় কোষ কিসের পতন ॥ শ্ৰীমন্দির কিসে হইল নিরমাণ । শুনিতে চাহিএ কিছু ইহার সন্ধান। কোন থাকিঞা হইল তাহার নিৰ্ম্মাণ। কতখানি দীর্ঘ প্রস্থ কহত প্রমাণ ॥ কাহা হৈতে জীব আইসে কার গতাগতি। সে জন কে হয় কোথা কহ তার স্থিতি ॥ কিশোর কিশোরী আদি অষ্ট সপ্ত জন । কোথা হৈতে উদ্ভব হয় কহত কারণ ॥ এ সকল উদ্ভব যাহা হৈতে হয়। কি বা নাম তাহার কহত মহাশয় ॥ কোন মূৰ্ত্তি ধরিঞ আছিল কোন স্থানে। কৃপা করি কহ বল শুনিএ শ্রবণে ॥ সহজ-তত্ত্ব-জিজ্ঞাল । অকিঞ্চন দাসের বিবর্ত-বিলাস । অকিঞ্চন দাসের বিবৰ্ত্ত-বিলাস সম্ভবতঃ অষ্টাদশ শতাব্দীর মধ্য-ভাগে বিরচিত হইয়াছিল। সহজিয়া-সাহিত্য । বাহ পরকীয়া এবে শুন ওহে মন। অগ্নি-কুণ্ড বিনে নহে দুগ্ধ-আবৰ্ত্তন ॥ প্রকৃতির সঙ্গে যেই অগ্নি-কুণ্ড আছে। অতএব গোস্বামীরা তাহা যজিয়াছে ॥ 2 o',
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।