পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—গোবিন্দ দাস—১৬শ শতাব্দী। চঞ্চল চরণ-তলে ঝঙ্কর ভকত-ভ্রমরগণ ভোর । পরিমলে লুবধ মুরাস্কর (১) ধায়ই অহৰ্নিশি রহত অগোর (২) । অবিরত প্রেম-রতন-ফল-বিতরণে অখিল-মনোরথ পূৱ । তাকর চরণে দীন হীন বঞ্চিত গোবিন্দ দাস রহ দুর। শ্ৰীকৃষ্ণের পূর্বরাগ । যাহা যাহা নিকশয়ে তনু তন্তু জ্যোতিঃ । র্তাহ তাহা বিজরী চমকয় হোতি ॥ (৩) যাহা যাহা অরুণ-চরণে চলই । র্তাহ তাহ থল-কমল-দল খলই । (৪) দেখ সখি কে ধনী সহচরী মেলি । অামারি জীবন সঞে করতহি খেলি ॥ যাহা যাহা ভঙ্গুর ভাঙ বিলোল। র্তাহ তাহ উছলই কালিন্দী-হিলোল। (৫) যাহা যাহা তরল বিলোচন পড়ই। র্তাহ তাহা নীল উৎপল বন ভরই ॥ যাহা যাহা হেরিএ মধুরিম হাস। র্তাহ তাহা কুন্দ কুমুদ পরকাশ ৷ গোবিন্দ দাস কহ মুগধল কান। * * * চিহ্নই রাই জান ॥ কনক-লতা কিয়ে বিকশল পদ্মিনী কিয়ে মহী বিজরী উজোর । কুঞ্জ-কুটীরে কিয়ে উঅল হিমকর হেরইতে ভইগেও ভোর ॥ (৬) (১) কল্পতরু দেব-দৈত্য উভয়েরই লোভনীয়। এস্থানে গৌরাঙ্গ ভক্তগণকে যেরূপ, জগাই মাধাই প্রভৃতির ন্যায় পাপীদিগকেও সেইরূপ আকৃষ্ট করিয়াছিলেন। এজন্ত লুবধ (লুব্ধ) স্বরাষ্ট্রর কথাটি বলা হইয়াছে। (২) অগোর = অজ্ঞান মুগ্ধ। (৩) যেখানে যেখানে ক্ষীণ তন্নুর জ্যোতিঃ, সেইখানে সেইখানে বিদ্যুতের খেলা দৃষ্ট হয়। (৪) তাহার অরুণ-সদৃশ চরণ যে স্থানে পতিত হয়, সেই স্থানেই যেন স্থল-পদ্ম বিকশিত হয়। (৫) যেখানে যেখানে বঙ্কিম ভ্রর বিলোল প্রভা, সেই সেই খানেই যেন কালিন্দীর হিল্লোল। (৬) কনক-লতা, কিংবা বিকশিত নলিনী, কিংবা ধরণীতলে উজ্জ্বল বিদ্যুৎ, অথবা কুঞ্জ-কুটীরে চন্দ্র উদিত হইল,—দেখিয়া মুগ্ধ হইয় গেলাম।