>○○b" বঙ্গ-সাহিত্য-পরিচয় । চারি খোরায়ে এক শত পদ্ম মস্তক শিয়রে এক শত । হৃদিমাঝে পদ্মিনী বাস। তার পালঙ্কে দুই পদ্ম শয়ন বিলাস ॥ তাহার দুই পদ্ম পালঙ্কে বিশ্রাম। দুই নেত্রে দুই শত পদ্মে রাধাকৃষ্ণের বিশ্রাম ॥ বামে রাধা ডাহিনে কৃষ্ণ দেখ রসিক জন । ব্ৰহ্মাণ্ড ভাণ্ড ভিতরে নাই নাহিক ছুই জন ॥ দুই নেত্রে বিরাজমান রাধাকুণ্ড শুমকুণ্ড দুই নেত্রে হয়। সজল নয়ন দ্বারে ভাবে প্রেমে আস্বাদয় ॥ চৈতন্ত্য দাস-কৃত রসভক্তি-চন্দ্রিকা i ব আশ্রয়-নির্ণয় । আশ্রয় পঞ্চ প্রকার। কি কি পঞ্চ প্রকার। নাম আশ্রয় ১ শান্ত আশ্রয় ২ ভাব আশ্রয় ৩ । প্রেমাশ্রয় ৪ রসাশ্রয় ৫ এই পঞ্চ প্রকার। তথাহি চন্দ্রিকায়াং । আশ্রয়ের কথা কিছু করি নিবেদন । এমন আশ্রয় হয় শুন সুভাজন ॥ এইত আশ্রয় হয় পঞ্চ প্রকার । ক্রমে ক্রমে কহি এবে করিয়া বিস্তার ॥ এই পঞ্চ মত হয় আশ্রয় নির্ণয় । প্রবর্ত সাধক সিদ্ধ তথি সঙ্গে হয় ॥ প্রবর্তের নামাশয় শাস্তাশ্রয় হয় । সাধকের ভাবাশ্রয় জানিহ নিশ্চয় ॥ সিদ্ধের প্রেমাশয় রসাশ্রয় আর । সাশ্রয় নির্ণয় এইত পঞ্চ প্রকার ॥ প্রবর্তের আশ্রয় হয় শ্ৰীগুরু-চরণ । আলম্বন সাধু-সঙ্গ জানিহ কারণ ॥ উদ্দীপন হয় হরিনাম সঙ্কীৰ্ত্তন। এইত কহিল কিছু প্ৰবৰ্ত্ত-লক্ষণ ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।