সহজিয়া-সাহিত্য—চৈতন্য দাস—১৮শ শতাব্দী। ల&న সাধকের আশ্রয় হয় সর্থীর চরণ। সেবা পরিচর্য্যা তার হয় আলম্বন ॥ উদ্দীপন হয় হরিনাম সঙ্কীৰ্ত্তন। সিদ্ধ দেহ চিন্তা করে স্মরণ মনন ॥ এই কহিল কিছু সাধন-নির্ণয়। এবে কহি সিদ্ধ-তত্ত্ব করিয়া নিশ্চয় ॥ সিদ্ধতে আশ্রয় হয় শ্রীরাধাকৃষ্ণ-চরণ। আলম্বন সখী-সঙ্গ জানিহ কারণ ॥ উদ্দীপন হয় সেই পঞ্চ প্রকার। নবীন মেঘ কাল পুষ্প ভৃঙ্গ কোকিল আর ॥ ময়ূর-কণ্ঠ প্রায় এই পঞ্চমত হয়। উদ্দীপন-তত্ত্ব এই কহিনু নিশ্চয় ॥ ইবে কহি রাগ-তত্ত্ব করহ শ্রবণ। কোন রাগে কোন আশ্রয় কহিএ কারণ ॥ নাম রাগ হৈতে জাগে শ্রদ্ধার আশ্রয়। শ্রদ্ধা হৈলে কৃষ্ণচন্দ্র যত্ন করি লয় ॥ লীলা-রাগ প্রাপ্তি হৈলে লীলা-রাগ হয়। লীলা-রাগ হৈলে তবে প্রেম-রাগ হয় ॥ প্রেম-রাগ হৈলে তবে প্রাপ্তি-রাগ হয়। প্রাপ্তি-রাগ হৈলে সদায় আনন্দ বাঢ়য় ॥ অর্থাৎ নাম-রাগ শ্রদ্ধা-রাগ লীলা-রাগ প্রেম-রাগ প্রাপ্তি রাগ— এই পঞ্চ মত হয় রাগের নির্ণয়। প্রবর্ত সাধক সিদ্ধা তথি মধ্যে হয় ৷ প্রবর্তে নাম-রাগ শ্রদ্ধা-রাগ হয়। সাধকের লীলা-রাগ লীলাতে চিন্তয় ॥ প্রেম-রাগ প্রাপ্তি-রাগ সিদ্ধেতে কহিল। দেশ কাল পাত্র এই লিখিতে মন হৈল ॥ দেশ কাল পাত্র হয় ত্ৰিবিধ প্রকার। সাধক সিদ্ধ তথি মধ্যে করিএ বিচার ॥ সাধকের দেশ হয় নবদ্বীপ স্থান। - কালাকাল পাত্ৰ শ্ৰীগৌরাঙ্গ ভগবান।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।