সহজিয়া-সাহিত্য—চৈতন্য দাস–১৮শ শতাব্দী। ১৬৬১ সথ্যের সমভাব-গুণ। বাৎসল্যের মমতা-গুণ । এই চারি গুণ শ্ৰীমতীতে বৰ্ত্তে। নিজগুণ প্রেম। এই পঞ্চ গুণে মধুর। কৃষ্ণের ষোল আন রতি। লোভ সাধু সঙ্গ। ভজন ক্রিয়া অর্থ নিবৃত্তি সত্যনিষ্ঠ। বৈচিত্র্য আসক্তি যা ভগবদা প্রেম ষোল আনা । রসভক্তি-চন্দ্রিক যা করিল বর্ণন ॥ পূৰ্ব্বভাগ্য হইতে আমি করিন্থ রচন। এই গ্রন্থ করি আমি আপনা সুধিতে। কাহাকে না দেহ গ্ৰন্থ রাখহ গোপতে ॥ বৈষ্ণবের কীৰ্ত্তি এই পাষণ্ডের নয়। বৈষ্ণবেরে দিবে ইহা জানিঞা হৃদয় ॥ বিনয় করিয়া তৃণ ধরিয়া দশনে। কোটি কোটি দণ্ডবং বৈষ্ণব-চরণে ॥ ভজন-নির্ণয়-কথা করিনু প্রকাশ । বৈষ্ণব-কৃপায় কহে শ্রীচৈতন্ত দাস ॥ যুগলকিশোর দাস-রচিত প্রেম-বিলাস। যে পুথি হইতে নিম্নাংশ উদ্ধত হইল তাহ ১২৫ বৎসর পূৰ্ব্বের লেখা পুথিখানি সম্ভবতঃ অষ্টাদশ শতাব্দীর শেষভাগে বিরচিত হইয়াছিল। এবে কহি শুন আত্মবোধ-নিরূপণ । যাহার শ্রবণে হয় আপন-শোধন ॥ ক্ষিতি জল বায়ু অগ্নি আকাশ আকার। এই পঞ্চ রূপে হয় দেহের সঞ্চার ॥ মন বুদ্ধি অহঙ্কার শুদ্ধসত্ত্ব চিত্ত। এই চারি যোগে হয় শুন এক আত্ম ॥ দশ ইন্দ্রিয় তাথে জ্ঞান আর কৰ্ম্ম । পঞ্চ ভূত আত্মা তাথে শুন এই মৰ্ম্ম ॥ প্রাণ অপান ব্যান সমান উদান । সত্ত্বরজস্তমঃ তিন শক্তি বর্তমান ॥ চিত্তশক্তি জীবশক্তি মায়াশক্তি আর । এই সব হয় শুদ্ধ সত্ত্বের বিকার ॥ কৃষ্ণেতে আবেশ যার সেই শুদ্ধসত্ত্ব। এইত কহিল কিছু অনুবাদ অর্থ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।