পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৬৮
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

রাধাকৃষ্ণ-প্রাপ্তি নহে অনুগত বিনে।
মন্ত্রে যৈছে প্রাপ্তি হয় শাস্ত্রের প্রমাণে॥

কিবা ভজে কিবা যজে সিদ্ধি কিবা হয়।
সাধক সাধিবা কিবা করিয়া নিশ্চয়॥
তবে সাধ্য ভাব সাধন নিশ্চয়।
তার অনুগতে কার্য্য যেই জনা কয়॥
কৃষ্ণদাস হইয়া বিত্ত আশা যদি করে।
সাধ্য করি কৃষ্ণ পায় কোন্ অনুসারে॥

সাধন জানিব কিসে জানিয়া নিশ্চয়।
প্রবর্ত্ত সাধক সিদ্ধি তিন রাগ হয়॥
পূর্ব্ব রাগেতে তবে করয়ে সাধন।
গুরু কৃষ্ণ বৈষ্ণবে এই নিষ্ঠা মন॥
নামাশ্রয় ভাবাশ্রয় আর রসাশ্রয়।
এ তিন সাধন ভাই কার প্রাপ্তি হয়॥

শাস্ত্রের স্বরূপ কৃষ্ণ বৈকুণ্ঠের পতি।
মন্ত্রসিদ্ধ হৈলে হয় সেই ধামপ্রাপ্তি॥
ভাবের স্বরূপ ব্রজে ব্রজেন্দ্র-নন্দিনী।
ভাবসিদ্ধি হৈলে পায় রাধা ঠাকুরাণী॥
রসের স্বরূপ ব্রজে যুগলকিশোর।
রস আস্বাদিলে পায় রসিকশেখর॥
অর্থ প্রবর্ত্ত সাধক সিদ্ধি ইতি।

প্রবর্ত্ত ভাবের প্রাপ্তি শ্রীগুরুচরণ।
এই তিনে প্রাপ্তি হয় এই কর্ম্ম তিন॥
সাধক ভাবের প্রাপ্তি হয় সখীগণ।
সিদ্ধ ভাবের প্রাপ্তি সেবানুকরণ॥
নিগূঢ় ব্রজের রস জগতে বিহরে।
অন্ধ জন নাহি পায় রহে অতি দূরে॥
বৈকুণ্ঠ-ভিতরে নাহি নাহিক বাহিরে।
সে বস্তু জগতে আছে ভকত-ভিতরে॥