পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন গদ্য-সাহিত্য। ইহার পূর্ব অধ্যায়ে “সহজিয়া-সাহিতে”-জ্ঞানাদি-সাধন প্রভৃতি পুস্তক হইতে প্রাচীন গদ্যের উদাহরণ দেওয়া গিয়াছে। চণ্ডিদাসের সহজিয়ামত-সম্বন্ধীয় কিছু গদ্যের নমুনা আমরা পাইয়াছি। তাহা একান্ত দুৰ্ব্বোধ এবং এখানে উদ্ধৃত করার প্রয়োজন দেখিতেছি না। বঙ্গভাষা ও সাহিত্যের ৬৫৬ পৃষ্ঠায় তাহা একবার উদ্ধৃত করা হইয়াছে। সে রচনা চণ্ডিদাসের হইলে তাহা চতুর্দশ শতাব্দীর গল্প। শূন্ত-পুরাণের গষ্ঠ খৃষ্টীয় নবম-দশম শতাব্দীর। তাহা যথাস্থানে উদ্ধত হইয়াছে। একখানি প্রাচীন পত্র । >QQQ খৃষ্টাব্দ | ১৪৭৭ শকাব্দে কুচবিহারের মহারাজ নরনারায়ণ-কর্তৃক আহোমরাজ চুকাম্‌ফা স্বৰ্গদেবের ( খোড়া রাজার ) নিকটে লিখিত পত্র। ১৯০১২৭ জুনের ‘আসামবস্তি হইতে উদ্ধৃত। “স্বস্তি সকল-দিগদন্তি-কর্ণতালাল্ফাল-সমীরণপ্রচলিত-হিমকর-হার-হাসকাশ-কৈলাস-প্রান্তর-যশোরাশি-বিরাজিত-ত্রিপিষ্টপ ত্ৰিদশতরঙ্গিণী-সলিলনিৰ্ম্মল-পবিত্র-কলেবর ভীষণ-প্রচণ্ড-ধীর-ধৈর্য্য-মৰ্য্যাদা-পারাবার সকল-দিক্‌কামিনী-গীয়মান-গুণসন্তান শ্ৰীশ্ৰী স্বৰ্গনারায়ণ মহারাজ-প্রতাপেষু । লেখনং কাৰ্য্যঞ্চ । এথা আমার কুশল। তোমার কুশল নিরন্তরে বাঞ্ছা করি । অখন তোমার আমার সন্তোষ-সম্পাদক পত্রাপত্রি গতায়াত হইলে উভয়ানুকূল প্রতির বীজ অঙ্কুরিত হইতে রহে। তোমার আমার কৰ্ত্তবে সে বৰ্দ্ধতাক পাই পুষ্পিত ফলিত হইবেক। আমরা সেই উদ্যোগত আছি । তোমারো এ গোট কর্তব্য উচিত হয়, না কর তাক আপনে জান। অধিক কি লেখিম। সত্যানন্দ কৰ্ম্মী রামেশ্বর শম্ম । কালকেতু ও ধুম সর্দার উদ্ভণ্ড চাউলিয়া শুামরাই ইমারাক পাঠাইতেছি। তামরার মুখে সকল সমাচার বুঝিয়া চিতাপ বিদায় দিবা । অপর উকীল সঙ্গে ঘুড়ি ২ ধনু ১ চেঙ্গরমৎস ১ জোর বালিচ ১ জকাই ১ সারি ৫ খান এই সকল দিয়া গৈছে। আর সমাচার বুজি কহি পাঠাইবেক । তোমার অর্থে সন্দেশ সোমচেং ১ ছিট ৫ ঘাগরি ১০ কৃষ্ণচামর ২০ শুক্লচামর ১০ । ইতি শক ১৪৭৭ মাস আষাঢ় ।”