পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እõዓ8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । বৃন্দাবন-পরিক্রম । ১৮শ শতাব্দী। (সন ১২১৮ সালের পুথি হইতে উদ্ধৃত । ) দক্ষিণে হরিদুআর (১) বৈরাগ-গঙ্গা তাহার দক্ষিণ গোরূও কুণ্ড তাহার পশ্চিম ব্ৰহ্মকুণ্ড তাহার দক্ষিণ স্বৰ্য্যকুণ্ড তাহার দক্ষিণ গ্রাম-মধ্যে শ্ৰীকৃষ্ণের রত্নসিংহাসন হিন্দোলা অক্ষয় বট ৮৪ চৌরাশী খাম্বা এক ঘেরার মধ্যে আর ব্যাসদেবের সহ স্থির লিখন আছে পাষাণে তাহার নিকট শ্ৰীগোপীনাথ জীএর সেবা তাহার মধ্যে দক্ষিণ গ্রাম-মধ্যে গোবিন্দ জীএর সেবা শ্ৰীমন্দিরে একদিনে শ্ৰীবৃন্দাদেবী আর একদিনে মহাপ্ৰভু নিত্যানন্দ রাস-মধ্যে বৃন্দাবনচন্দ্র ঠাকুর বিরাজমান তাহার সৌভাগ্য বাক্য-অগোচর শ্ৰীবৃষভানুপুরের বায়ব্য কোণে পাহাড়ের উপর. পেছলা খেলা তাহাতে যাবকের চিহ্ন আছে তাহার পূর্ব এক ক্রোশ বৃষভানুপুরের ঈশান কোণে প্রেম-সরোবর তাহার চৌদিগে কেলিকদম্বের বন তাহার উত্তর এক ক্রোশ সঙ্কেতের স্থান শ্রীমন্দির আছে তাহার উত্তর এক ক্রোশ নন্দগ্রাম নন্দগ্রামের দক্ষিণ যশোদাকুণ্ড নিকট দধি-মন্থনের হাড়ী আছে তাহার পর পর্বতের উপর শ্রীনন্দ. বাসী সেবা শ্ৰীকৃষ্ণ শ্ৰীবলরাম শ্ৰীমন্দির দক্ষিণ দুয়ারি শ্রীনন্দজী ডাহিনে বলরাম তার ডাহিনে শ্ৰীকৃষ্ণ জীএর ডাহিনে তাহার মাত শ্রযশোদা এই মন্দিরের পশ্চিমে পাবন-সরোবর তাহার অগ্নিকোণে শ্ৰীসনাতন গোস্বামীর ভজন-কুঠরী নন্দগ্রামের পূর্ব অৰ্দ্ধ ক্রোশ কদম্বখণ্ডি তাহাতে কেলি-কদম্বের গাছ অনেক আছে তাহার পূর্ব অৰ্দ্ধ ক্রোশ তুড়ি-বন তাহাতে ঠাকুর টুস্কি দিয়া সঙ্কেত করিয়াছিলেন সেই স্থানে এক কুণ্ড তাহার চৌদিগে কদম্বের বন তাহার ঈশানে অৰ্দ্ধ ক্রোশ স্থির-কুণ্ড তাহার ঈশানে জাবট-গ্রাম শ্ৰীগোপাল ঘোষের বাড়ী শ্রীরাধিক জীএর শ্ৰীমন্দিরে সেবা তাহার খিড় কী দরজাএ পারুলগঙ্গাঘাট তাহার পূর্ব ঐকিশোরী-কুণ্ড তাহার অগ্নিকোণে রাসস্থল কিশোরী-বট সেই স্থানে গুপ্তস্থল জাব-টগ্রামের পশ্চিম কোকিল-বন কোকিলের কুলি (২) হইতেছে শ্ৰীমতী শুনিয়াছিলেন সেই স্থানে এক কুও তাহাতে কেলি-কদম্বের গাছ বেষ্টিত আছে তাহ হৈতে দুই ক্রোশ চরণপাহাড়ী তাহার উপর শ্ৰীবলরাম জীএর চরণ-চিহ্ন ১ হাত প্রস্থ অষ্ট অঙ্গুলি শ্ৰীকৃষ্ণের চরণ-চিহ্ন তিন পোয় প্রস্থ সাত অঙ্গুলি ঐ পাহাড়েতে গোধনের (১) হরিদ্বার। (২) কুলি = কাকুলি।