প্রাচীন গদ্য-সাহিত্য—কুলজী—১৮শ শতাব্দী। পাজ মোষের পাজ আর উটের পাজ সেই পাহাড়েতে দুই ভাই মুরলীধ্বনি করিয়াছিলেন পাহাড়ে হাটুগাড়-চিহ্ন আছে তাহার পশ্চিম সাতঘর্য খেলার চিহ্ন আছে তাহার পশ্চিম চরণ-গঙ্গা তাহার দক্ষিণ অৰ্দ্ধ ক্রোশ বড় বেটনগ্রাম তাহাতে সেবা শ্ৰীমুরলীধর ঠাকুর জীউ তাহাতে কেলিকদম্ব-বন তাহা হৈতে আড়াই ক্রোশ রাম-বন তাহা হৈতে থদির-বন সেখানে উঘরাও-কুণ্ড শ্ৰীমতী সেই স্থানে রাজা হইয়াছিলেন তাহার পর ছোট সেকসাই তাহাতে শ্ৰীবিষ্ণু শয়নে আছেন শ্ৰীলক্ষ্মী পদসেবা করিতেছেন কুণ্ড ক্ষীরোদ সাই তাহা হৈতে খদির-বন তাহাতে অক্ষয় বট আছে তাহ হৈতে তুিন ক্রোশ ভদ্রক-বন তাহাতে শ্ৰীশ্ৰীকৃষ্ণ রাজা হইয়াছিলেন দেবতারা মানে নাই তাহাদিগে চতুভূজ দেখাইলেন এই চতুভূজ-মুৰ্ত্তি প্রকট আছেন তাহার উত্তর স্বৰ্য্য-কুণ্ড পূৰ্ব্বে ইন্দ্র-কুণ্ড দক্ষিণেতে চন্দ্র-কুণ্ড পশ্চিমে অর্জন-কুণ্ড আর আর তেত্রিশ কোটি দেবতার কুণ্ড আছে ছত্রবন হৈতে পাচক্রোশ শ্রীরাম-ঘাট সেই স্থানে শ্ৰীবলরামের রাস হয় বলরামের সেবা আছে তাহার দক্ষিণে অৰ্দ্ধ ক্রোশ বিহার-বন তাহার পূর্ব অৰ্দ্ধ ক্রোশ অক্ষয় বট তাহা হৈতে ১ ক্রোশ চারঘাট তাহাএ বস্ত্রহরণ করিয়াছিলেন তাহার পূর্ব ২ ক্রোশ নন্দ-ঘাট তাহাতে নন্দরাজকে বরুণে লইয়া গিয়াছিলেন আর জীব গোস্বামী এখানে লুকাএ ছিলেন এবং ভজনকুঠরী আছে তাহার উপর যমুনা-পার ১ ক্রোশ ভদ্রবন তাহার দক্ষিণে ১৷ ক্রোশ ভাণ্ডীর-বন তাহাতে বটবৃক্ষ আছে সেই খানে নিত্যানন্দ প্ৰভু ছিদামকে বাহির করিএ গৌড় দেশকে পাঠাইয়াছিলেন তাহার দক্ষিণ দেড় ক্রোশ বেল-বন তাহাতে সেবা শ্ৰীলক্ষ্মী ঠাকুরাণীর তাহার পূর্ব মান-সরোবর তাহার পূর্ব শ্ৰীললিত ঠাকুরাণীর সেবা। কুলজী-পট-ব্যাখ্যা। এই কুলজীতে বহু পূর্বের গদ্য-সাহিত্যের নমুনা থাকিলেও মুলতঃ ইহা অষ্টাদশ শতাব্দীতে পুনর্লিখিত হইয়াছিল। ( পটী-ব্যাখ্যা নামক কুলগ্রন্থ হইতে উদ্ধৃত। ) কিছুকাল অন্তে অবসাদে পটী। মুকুন্দ ভাদুড়ীতে জন্মিল দপনারায়ণী । সে দপনারায়ণী কিমৎ । মুকুন্দ ভাদুড়ীর পুত্ৰ গোপীনাথ শ্ৰীকান্ত শ্ৰীকৃষ্ণ । সেই শ্ৰীকৃষ্ণ ভাদুড়ী বিবাহ করেন রাজা হরিনারায়ণ ছোট ঠাকুরের কন্ত। কুলঞ্জরা গেলেন শ্ৰীকৃষ্ণ ভাদুড়ীর সঙ্গে দেখা করিতে। শ্ৰীকৃষ্ণ ভাদুড়ী কুলঙ্কদিগের সহিত সাক্ষাৎ করিলেন না। কুলজ্ঞদিগের জন্মিল উষ্মা। কুলজ্ঞরা কহিলেন যে হায় কুলীন হয়ে কুলঞ্জের উপর এত অহঙ্কার । ుఇ(t
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।