প্রাচীন গদ্য-সাহিত্য—কেরি-কৃত কথোপকথন—১৮০১ খৃঃ। ত নানারঙ্গে হুলী খেলেন কখনো কখনো সাহেবলোক একদিগ ভূপতি নিজ-আমলা সহিত একদিগ হইয়া কুমকুমার লড়ক (১) হইতো ইহাতে সোণার লাহার রাঙ্গের কুমকুমা বৃষ্টি-ন্যায় বর্ষণ হইতে আতষ-জলান তোপ ওবাউ কত কত রঙ্গ তামসা আমি কত কলমে লিখিব । ( এই রাজাবলী-গ্ৰন্থখানিতে কুচবিহারের মহারাজা নরনারায়ণ হইতে মহারাজা শিবেন্দ্রনারায়ণের সময় পৰ্য্যন্ত ঐতিহাসিক ঘটনা লিপিবদ্ধ হইয়াছে। ১২৫২ বঙ্গাব্দের প্রতিলিপি হইতে উদ্ধৃত । ) কেরি-কৃত কথোপকথন । of-ho for food History of Bengali Language and Literature oğČ** ** o-oroo পৃষ্ঠায় দ্রষ্টব্য । ঘটকালি । ঘটক মহাশয় আমার বড় পুত্রতির (২) বিবাহ দিব আপনি একটি সুমানুষের কন্যা স্থির করিয়া আনুন বিস্তর দিবস গৌণ না হয় বৈশাখে কিম্বা আষাঢ়ে হইতে চাই। আমি বিবাহ দিয়া কাৰ্য্য-স্থলে যাব এখন ন হইলে যে খরচ-পত্র অনিয়াছি সে ফুরিয়া যাবে। ঘটক কহিলেন। ভাল মহাশয় তাহার ঠেক্ কি। আপনকার পুত্রের সম্বন্ধ নিমিত্ত আমাকেও অনেকেই কহিয়াছে। আমি আপনকার অপেক্ষায় আছি। দুই তিন জাগার কন্ত উপস্থিত আছে যেখানে বলেন সেই খানে স্থির করিয়া আসি। কুলীন-গ্রামে হরহরি বস্তুর একটি কন্ত আছে সিটি উপযুক্ত। যেমন নাক মুখ চক্ষু তেমনি বর্ণ যেন দুধে আলতায় গোল আর কৰ্ম্মে ও তেমনি। যদি বলেন তবে তাহার কাছে যাই । তিনি বলিলেন । ভাল। তাহারি কন্যার সহিত কর্তব্য বটে তুমি যাও। দিবস ধার্য্য করিয়া আইস । আর কত পণ লাগিবে তাহা জানিয়া আইলে পত্রাদি করিয়া সামগ্রীর আয়োজন করা যায়। ঘটক যাইয় হরহরি বাবুকে বলিতেছেন। বস্তুজা মহাশয় হে তোমার কস্তার সম্বন্ধ অমুক গ্রামে গৌরহরি ঘোষের পুত্রের সহিত কৰ্ত্তব্য তাহারা জাত্যংশেও যেমন আর অন্নযোগ স্বচ্ছন্দ আছে সে ব্যক্তি নিজে বরেই চাকুর । পুত্রতি (৩) অতি স্বজন লিখিতে পড়িতে মূৰ্ত্তিমস্ত দৃশু (১) লড়ক=লড়াই। (২) পুত্রটির । (৩) পুত্রটি। । ృN? సి.
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।