రి రిరి বঙ্গ-সাহিত্য-পরিচয় । প্রথম মিলন । অনুনয় করইতে অবনত বয়নী। চকিত বিলোকনে নখে লিখু ধরণী। (১) অঞ্চল পরশিতে চঞ্চল কান। রাই করল পদ আধ পয়ান ॥ (২) বিদগধ মাধব অনুভব জানি। রাইক চরণে পসারল পাণি ॥ (৩) করে কর বাড়ইতে উপজল প্রেম। দারিদ (৪) ঘট ভরি পাওল হেম ॥ হাসি দরশি মুখ আগেরলি গোরী। দেই রতন পুনঃ লেয়ল চোরি ॥(৫) ঐছন নিরূপণ পহিল (৬) বিলাস। আনন্দে হেরত গোবিন্দ দাস ৷ প্রেম-বৈচিত্র্য । অবল কি জানি গুণ ধরে । রসিক-মুকুট-মণি নায়ক হইয়া কেনে এতেক আদর মোরে করে। আউলাইঞা কবরী-ভার বেশ করে বার বার বসন পরায় কুতুহলে। রাখিয়া আপন উরে নুপুর পরায় মোরে চরণ পরশে করতলে । মোর অঙ্গ সঙ্গ-আশে লালসা পাইয়া রসে প্রাণনাথ বলে জীতু জীল্প (৭)। নিজ অনুগত জনে গণিয়া রাখিবে মনে এ তন্তু তোমারে দিল্লু দিনু ॥ বঁধুয়া বোলয়ে ধনি কালিয়া কস্ত রাখানি ও রাঙ্গা চরণতলে মাখি। সখীর সমাজে তোর ঘোষণা রহুক মোর নিগুঢ় মরম তার সাখী। বিদগধ শুাম রায় বীজন করয়ে গায় আপনে ভুঞ্জয় গুয়া পাণ । গোবিন্দ বোলয়ে ধনি শুন ওগো ঠাকুরাণি তুমি সে কামুর একপ্রাণ ৷ (১) শ্ৰীকৃষ্ণের অনেক অনুনয়ের পরে চকিত দৃষ্টিতে র্তাহাকে দেখিয়া লইয়া রাধিকা নখ দ্বারা ধরণীতে লিখিতে লাগিলেন। (২) রাধিক অৰ্দ্ধেক পদ হটিয়া ফিরিতে উদ্যত হইলেন। (৩) পসারল=প্রসারণ করিল। হাত বাড়াইয়া রাধিকার পদ ধারণ করিল। (৪) দরিদ্র। (৫) সহস্তে আনন দেখাইয়া গৌরাঙ্গী তাহা পুনরায় আবৃত করিলেন, যেন একবার রত্ন দানপূর্বক তাহ পুনরায় চুরি করিয়া লইলেন। (৬) পহিল = প্রথম। (৭) আমি জীবন পাইলাম, আমি জীবন পাইলাম,—ইহা বলিতে থাকে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।