3 اسرارالا বঙ্গ-সাহিত্য-পরিচয় । হইয়া ঐ তিন মুবায় পদার্পণ হওনের ফরমান ও চিত্র বিচিত্র থেলাত পাওনেতে কৃতার্থ হইয়া পুনরায় আপন স্থান গৌড়ে বাহুড়িলেন তাহাতেই মহা ঐশ্বৰ্য্যেতে সুবাদারি করিতেছিলেন। সেই কালে রামচন্দ্র আপনার তিন পুত্র সাতে করিয়া সপরিবারে গৌড়ে উপস্থিত হইলেন কএক দিবস বাসা করিয়া তিষ্ঠিয় নজর দিয়া ছোলেমানের সহিৎ দেখা করিলে তাহার পুত্রেরদের আরজদাস্ত আনুষায়ি কাননগো দপ্তরে মুহুরিগিরিতে পদার্পণ হইলেন এবং সেই দেশে ঘর দ্বার করিয়া বসত বাস করিলেন। ইহারদের তিন ভ্রাতার মধ্যে শিবানন্দ বড় চালাক সদা সৰ্ব্বদা কাৰ্য্য কৰ্ম্মের দ্বারায় ছোলেমানের নিকটবর্তি হইতেন তাহাতে ছোলেমান শিবানন্দকে জ্ঞাত ছিল কাননগো দপ্তরের কর্তা যে ছিল তাহার পরলোক হইলে শিবানন্দ ছোলেমানের অনুগ্ৰহেতে সেই দপ্তরের কৰ্ত্ত হইলেন ছোলেমান শিবানন্দকে সম্মান করিয়া খেলাত দিয়া সন্ত্রান্ত করিলেন। সেই হইতে শিবানন্দের বৃদ্ধি পর ২ উন্নতির বাহুল্য হইল কার্য্যের আঞ্জাম করাইতে ছোলেমান শিবানন্দকে বিস্তর ২ সন্ত্রম করিতে লাগিলেন। তাহাতেই ইহারদের ভাগ্য উদয়ের আরম্ভ। একবৎসর এই মতে গত হইলে ছোলেমানের দুই পুত্র জ্যেষ্ঠ বাজিদ কনিষ্ঠ দাউদ শিশু পাঠদসায় পাঠসালায় পারসি ইত্যাদি বিদ্যা অভ্যাস করেন। শিবানন্দের ভাইপো দুইজন জ্যেষ্ঠ শ্ৰীহরি ভবানন্দের পুত্র মধ্যম জানকীবল্লভ গুনানন্দের পুত্র এই দুই ভ্রাতা প্রায় সমান বয়স। শিবানন্দ তাহারদের দুইজনকেও দাউদের পাঠসালায় বিদ্যা অভ্যাস করিতে প্রবক্ত করিয়া দিলেন এই মতে সে দুই কুমার নবাবজাদার সহিৎ লেখা পড়া করেন একত্তরেতে খেলান ও বেড়ান। আস্থে ২ নবাবজাদার সঙ্গে এ তুহার বড়ই একম্বদত হইল তিনজনে বড়ই প্রীত প্রায় বিচ্ছেদ হইতেন না। একদিন দাউদ কহিলেন ইহারদিগের দুই ভ্রাতাকে আমি যদি বাদসাহ হইব তবে তোমারদিগকে ওজির করিব এই দৃঢ় আমার পন আমার যে কাৰ্য্য হইবেক তাহারি নায়েব তোমারদিগকে করিব ইহার অন্যথা হইতে পরিবেক না। এই মতে বাল্যক্রীড়া ও লেখা পড়া ইত্যাদি বিদ্যা অভ্যাস করাতে সুখভোগে কালযাপন করিতে ছিলেন। ইহাতে ব্যাপক কালগত হইল। ইতিমধ্যে ছোলেমানের মরণ হইলে বাজিদ তাহার জ্যেষ্ঠ পুত্র তিনিই স্থবাদারি কার্য্যে নিযুক্ত হইলেন এতৎকালে ছোলেমানের জামাতা হসে বাজিদকে সংহার করিয়া আপনি এক সপ্তাহ সুবাদার ছিলেন তন্মধ্যে ছোলেমানের সরদার আমির লুদি নামে একজন দক্ষিণে থাকিত সে আসিয়া
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।