প্রাচীন গদ্য-সাহিত্য—রাম বস্থ–১৮০১ খৃঃ । তলোয়ারের চোটে হসোকে নিপাত করিয়া ছোলেমানের কনিষ্ঠ পুত্র দাউদকে মুবাদারি আসনে বসাইল । দাউদ নবাব হইলে এ দুই ভ্রাতাকে খেতাব ও খেলাতেতে সন্ত্রান্ত করিয়া কাৰ্য্য প্রাপ্ত করাইলেন জ্যেষ্ঠ শ্ৰীহরিকে মহারাজা বিক্রমাদিত্য খেতাব দিয়া সৰ্ব্বাধ্যক্ষ মুক্ষ্য পাত্র কনিষ্ঠ জানকীবল্লভকে রাজা বসন্তরায় খেতাব দিয়া খানসামানির দেওয়ান করিলেন। দুই ভ্রাতাকে দুই প্রধান কাৰ্য্য প্রাপ্ত করিয়া পরমালহাদিত করিলেন। দাউদ মুবাদার হইয়া অতি দ্যায়তে প্রজা লোকেরদের দ্যায় অদ্যায়ের বিচার ও তাহারদের প্রতিপালন অনুগত তোষন বৈরি বিমৰ্দ্দন করণেতে সৰ্ব্বত্রে তাহার মুখ্যাতি ব্যাপক হইল। প্রজা ও চাকর লোক ও সৈন্ত সমস্ত অনুগত অল্প কয়েক বৎসর যায় সময়ানুরূপে দুষ্টমতি প্রবিষ্ট হইল আসিয়া দাউদের অন্তরে তাহাতে দুৰ্ব্বদ্ধি হইয়া নানান কুজ্ঞান উদয় হইলে আপন মনে বিচার করিল। সৰ্ব্বত্রে আমার মুখ্যাতি ও প্রজালোক ও চাকর ও সেনাগণ সমস্তই অনুকুল এবং দিল্লীশ্বর বাদসাহ আমার নিয়ম মতে কর ও শওগাত দাখিল করণেতে তুষ্ট। অতএব এখন আমার সামন্ত প্রচুর দিল্লিতে আমার কর দেওনের আবখ্যক নাই ধন ভাণ্ডার পরিপুন্ন এবং আর কতক অর্থসঞ্চয় করিতে পারিলে তাহ দিয়া সেনা রাখিব তবে যদি দিল্লিপতি অন্ত্যায় করিতে প্রবত্ত হএন আমিও তদনুযায়ি করিলে ক্ষেতি কি। এ কিছু অপ্রকৃত কাৰ্য্য নহে। এ হেঁদুর দেশ তাহারদের অধিকার । মোছলমানের আপন পরাক্রমে এ রাজ্য করতল করিয়াছেন। দিল্লিপতি মোছলমান আমিও সেই জাতি। তবে তিনিই বা কিমার্থে আমার কাছে কর লএন এবং আমি বা কেন তাহাকে কর দেই তাহার নামে সিক্কা মারা যায় এবং তিনি তত্তে বসেন আমি তাহার দাস মত এ কি অসঙ্গত কাৰ্য্য। র্তাহাকে আমি আর কর দিব না। থানাজাতে সৈন্ত মুরচাবন্দি করিয়া মজবুতিতে আপন মলকে কতৃত্ব করিব। এই মত আসন্নকালে বিপরিত বুদ্ধি দাউদকে ঘটিল দিল্লির কর ও শওগাত এককালিন বন্দি করিয়া আপন অধিকার তিন মুবা ওৎপন্নীয় ধন দিয়া সৈন্ত প্রচুর রাখিয়া থানাজাতে মুরচাবন্দি করিল আট দশ বৎসরাবধি ধন সঞ্চয় করিল ও সৈন্ত সামস্তের বাহুল্য। বহুকাল ক্ষেপনের পরে ঠাওরাইল আপন নামে সিক্কা মারে ও বাদসাহি তক্ত গৌড়ে নিৰ্ম্মান করে। তাহার সামিগ্রি নানা বল্লের প্রস্তর পুঞ্জ ২ আনাইল এবং বহু সামন্ত একত্তর করিল একয়াই তিন লক্ষ। অাসোয়ার লক্ষাৰ্দ্ধ তরকি তোবচিন ইত্যাদি দেড় লক্ষ এই তিন লক্ষ 〉やb"Q
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।