ురి రిషి বঙ্গ-সাহিত্য-পরিচয় । বিনোদিনী বেশ করত বর-কান। চিকুর সোঙরি (১) কবরী পুন বাধল অলক-তিলক নিরমাণ ৷ সিথি বনাইয়া উরপর লেখই মৃগমদ-চিত্র-নিশান। (২) রতিজয়-রেখ চরণ-যুগল খই (৩) আর কত বেশ বনান। কতহি যতন করি বসন পরায়ল নুপুর দেয়ল রঙ্গে। গোবিন্দ দাস কহ ওরূপ হেরইতে মুরুছয়ে কতহু অনঙ্গে । অভিসার । ললিত উল্লাস-প্রাণী সুবর্ণের চিরুণী আনি মনসাধে আঁচরিল চুল। বিশাখা কবরী বাধে করি মনোহর ছাদে সারি সারি দিল নানা ফুল ৷ চিত্র সময় জানি সুবর্ণের সিথি আনি যতনে দেঅল সিথি-মূলে । চম্পক-লতিকা ধনী অপূৰ্ব্ব সিন্দুর আনি যতনে পরাঅল ভালে ৷ নানা রত্ন কর্ণমূলে রঙ্গদেবী পরাইলে শোভা অতি কহনে না যায়। সুদেবী হরিষ হয়্যা গজমতি হার লয়্যা গলে দিয়া নিরখিয়া চায় ॥ বাকি আভরণ ছিল তুঙ্গবিদ্যা পরাইল ইন্দুরেখা পরায় নুপুর। গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী তবহি মনোরথ পূৱ । সুন্দরী অভিসারে করল পয়ান । রঙ্গ-পটাম্বরে ঝাপল সব তন্তু কাজরে উজোর নয়ান ॥ দশনক জ্যোতিঃ মোতি নহ সমতুল হসইতে খসে মণি জানি। কাঞ্চন-কিরণ বরণ নহ সমতুল বচন জিনয়ে পিক-বাণী ॥ কর পদ থলকমল-দলারুণ মন্দির (৪) রুণু ঝুণু বাজ । গোবিন্দ দাস কহ রমণী-শিরোমণি জিতল মনোরথ-রাজ ৷ মাথহি তপন তপত পথ-বালুক আতপে বদন বিথার। (৫) ননীক পুতলী তনু চরণ-কমল যন্ত তবহি চলল অভিসার ॥ হরি হরি প্রেমকি গতি অনিবার। কানু-পরশনে অবশ রসময়ী বিছুরল (৬) সবহু বিচার ॥ (১) সম্বরণ করিয়া। (২) বক্ষে মৃগমদ দ্বারা নানারূপ চিত্র-চিহ্ন লিখিল। (৩) রতি জয়ের চিহ্ন যুগল-চরণে আলতা দ্বারা লিখিল। (৪) মন্দিরা। (৫) মস্তকের উপরে স্বৰ্য্য, পথের বালু উত্তপ্ত, রৌদ্রে মুখ মলিন। (৬) বিস্তৃত হইল।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।