১৭২২ বঙ্গ-সাহিত্য-পরিচয় । বহুশাস্ত্র অধ্যয়ন জনিত বিদ্যামদোন্মত্ত হইয়া আরূঢ়াহঙ্কার হইয়াছে। ইহার সমুচিত ফল হওয়া উপযুক্ত হয়। এইরূপ মনে করিয়া মুনিতনয়কে কহিলেন ভাল তবে পড় । ইহা কহিয়া বেদোচ্চারণ করা মাত্রে স্বৰ্য্যের পূর্ব হইতে অধিক তেজোবৃদ্ধি হইল তাহাতে মুনিপুত্রের শ্মশ্রীজটাভার সমেত মুখ দগ্ধ হইল। এইরূপে স্বয়ং দগ্ধানন হইয় অধঃপতিত হইলেন। কিন্তু প্রাণান্ত হইল না। পরিব্রাজক কহিলেন হে ব্রাহ্মণ অতএব কহি আত্যন্তিক কিছুই ভাল নয়। এইরূপে ব্রাহ্মণকে উপদেশ করিয়া সন্ন্যাসী প্রস্থান করিলেন। ইতি প্রবোধ-চন্দ্রিকায়াং দ্বিতীয় স্তবকে পঞ্চমং কুসুমং। ফিলিক্স কেরীর ইংলণ্ডের ইতিহাস । ব্রিটিস্ দেশীয় বিবরণ-সঞ্চয়। অর্থাৎ জুলিয়স কাইসরের ব্রিটিস দেশতিক্ৰম-সময়াবধি আইমেন্স নামে প্রসিদ্ধ সন্ধি-সময় পৰ্য্যন্ত মহাব্রিটিনের বিবরণ-সঞ্চয় । е е “. <一※米苓<一> (®*y ** fC*f ffft* History of Bengali Ianguage and Literature পুস্তকের ৯২৪ পৃষ্ঠায় দ্রষ্টব্য। ) 2*: তন্মধ্যে জুলিয়স কাইসরের কালাবধি দ্বিতীয় জর্জ নামে রাজার মৃত্যুপৰ্য্যন্ত। গোলদম্মিৎ উপাধ্যায় কর্তৃক বিবরণীকৃত এবং ঐ জর্জের মরণাবধি ১৮০২ সালের আইমেন্স নামক সন্ধি-সময় পৰ্য্যন্ত । অন্ত এক প্রথিত প্রজ্ঞোপাধ্যায় কর্তৃক বিবরণীকৃত ফিলিক্স কেরি কর্তৃক বাঙ্গালা ভাষায় কৃত শ্রীরামপুরে ছাপা হইল ইতি। সন ১৮১৯ ।
ব্রিটি দেশীয় অর্থাৎ ইংল্লণ্ড দেশীয় উপাখ্যান। সম্রাট দ্বিতীয় হেনেরী ও টমাস-এ-বেকেট । রাজা হেনরির প্রথমত রাজত্ব করণের শৃঙ্খলা দ্বারা প্রজারা নিশ্চয় করিল যে এ রাজা সদ্বিবেচনা পূর্বক প্রজা পালন করিবেন এই হেতুক ঐ রাজা আত্মপরাক্রম জানিয়া রাজ্যমধ্যে যে ২ কুনীতি হইয়াছিল এবং যে ২