প্রাচীন গদ্য-সাহিত্য—ফিলিক্স কেরির ইতিহাস–১৮১৯ 했: 1 সকল পূৰ্ব্বীয় রাজগণের তাচ্ছল্য এবং দুৰ্ব্বলতা প্রযুক্ত যে ২ কুব্যবহার হইয়াছিল তাহার নিবারণার্থে উদ্যোগ করিতে আরম্ভ করিলেন এবং রাজ্যবিঘ্নকারি সৈন্তের দিগকে তৎক্ষণে স্ব স্ব কৰ্ম্ম-চু্যত করিলেন এবং পূৰ্ব্বীয় রাজাগণের অধিকারেতে যে ২ ধৰ্ম্মশালাদিতে দানাদির নিয়মের বাহুল্য হইয়াছিল তাহার পুনরায় তদনুরূপ নিয়ম করিলেন এবং আরো অনেক গ্রামের প্রতি এই নিয়মাজ্ঞা করিলেন যে প্রজারা তাহার অন্ত কোন ব্যক্তির ব্যাপ্য না হইয়া কেবল রাজাজ্ঞা প্রতিপালন পূর্বক স্বেচ্ছাচারী হইয়া পূৰ্বরীতিক্রমে নিজ ব্যাপারাদির নিষ্পতি করিয়া কাল যাপন করিবে ঐ যে নিয়ম সকল তাহাতে ইংগ্রগুদেশীয়ের দের মুক্তির আদি কারণ হইল। ইহার পূৰ্ব্বে রাজা কিম্বা অধিপতিরা কিম্বা ধৰ্ম্ম-পক্ষপাতীর ইহার দিগের মধ্যে প্রজার দিগের শাসন কে করিবে। ইহাতে এক নূতন বিষয় উৎপন্ন হইল। তাহা এই যে ঐ রাজার অধিকারস্থ ধনবান ভদ্র ২ প্রজালোকেরা আপনারাই রাজ-সন্মতিক্রমে মধ্যস্থ হইয়া তাবৎ বিচারাদির নিষ্পত্তি করণ স্বহস্তগত করিয়া লইলেক এতদ্রুপে তদবধি পরম্পরা প্রভূত্বের হ্রাস হইতে লাগিল এবং সকল রাজ্যস্থ লোকের দের স্বেচ্ছাচারিতার বৃদ্ধি হইতে লাগিল । পরে হেনরি রাজ এতদ্রুপে তৎকালীন সম্রাটের দিগ হইতে বলবান্ রাজা হইলেন। এবং ইংগ্রগুদেশের মধ্যে নিৰ্ব্বিস্ত্ররূপে অবস্থায়ী সম্রাট হইলেন। এবং অত্যন্নকালের মধ্যে সিসের রাজ্যের তৃতীয়াংশের একাংশ হস্তগত করিয়া লইলেন। এবং যে ২ সকল অধিপতিরা তাহার শাসনের হ্রাস করিতে সচেষ্ট ছিল তাহার দিগকে দমন করিলেন। তাহাতে বুঝা যায় যে তিনি নিরাপদ হইয়া শেষকাল যাপন করিবেন। কিন্তু তাহ না হইয়া অন্তপ্রকার হইল। অধিকারে যে অংশে কোনও উৎপাত তাহার বৃত্তান্ত এই। সমস্ত দেশ জয় করণের পর যিনি ইংগ্লণ্ডীয়ের দের মধ্যে প্রথমতঃ কোন উত্তম পদে নিযুক্ত ছিলেন এমন যে তামসবেকট নামে যিনি খ্যাত্যাপন্ন ছিলেন তিনি লণ্ডন নগরস্থ এক প্রজার সন্তান ছিলেন। ঐ ব্যক্তি ঐ নগরস্থ পাঠশালায় যুবাকালে বিদ্যাভ্যাস করিয়া কিছু কাল পারিশ নগরে বাস করিতে গেলেন। সেই স্থান হইতে পুনরাগমন করিয়া সেরিফ নামে খ্যাত দণ্ডনায়কের দফতরখানায় কেরাণী হইলেন। সেই স্বত্রের দ্বারা ক্রমে ক্রমে বৃদ্ধি পাইয়া ঈষয়ূন রাজপদে অর্থাৎ কেওবরির মহাধৰ্ম্মাধ্যক্ষ-পদে নিযুক্ত হইলেন। পরে ঐ ব্যক্তি চিরকালীয় রাজপদ ভিন্ন অদ্বিতীয় উচ্চপদ প্রাপ্ত হইয়া পূৰ্ব্বাবস্থার হেয় কৰ্ম্ম সকল গোপন করণার্থে ভণ্ড তপস্বীর স্থায় আচরণ করিতে লাগিলেন। এবং সে ব্যক্তি আত্মশরীরের তাৎপৰ্য্য কিছুই ১৭২৩
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।