প্রাচীন গদ্য-সাহিত্য—রাজ-বিবরণ ১৮২০ খৃঃ । বন এবং অরুণ মানস মহাহৃদ শ্বেতজল এই চারি সরোবর আছে। এবং সীতা অলকনন্দ বংফু ভদ্রা নামে গঙ্গা ঐ চারি পর্বত হইতে ভদ্রার্শ্ব ভারত কেতুমান কুরু এই চারি বর্ষে আসিয়া লবণ সমুদ্রে মিলিত হইয়াছেন। ঐ মুমেরুর তিন শৃঙ্গেতে বিষ্ণু ব্ৰহ্মা শিবের তিন পুর আছে তাহার নীচে পূৰ্ব্বদিক অবধি ইন্দ্র অগ্নি যম রাক্ষস বরুণ বায়ু কুবের ঈশ এই অষ্ট দিকপালের স্থান আছে। লঙ্কা যমকোটি সিদ্ধপুর রোমকপত্তন এই চারি স্থানের দক্ষিণে ভূলোক উত্তরে ভূবলোক সুমেরু স্বর্গ শূন্তেতে উদ্ধাদ্ধে মহঃ জন তপঃ সত্য এই চারি লোক এবং পৃথিবীর অভ্যন্তরে অতল বিতল স্বতল তলাতল মহাতল রসাতল পাতাল এই সপ্তলোক আছে। এইরূপে চতুর্দশ ভুবন । এই কলিযুগে ৬ শক প্ৰবৰ্ত্তক রাজা কলির প্রথমাবধি ৩০৪৪ বৎসর পর্য্যন্ত যুধিষ্ঠির রাজার শক গত হইয়াছে। তাহার পরে উজ্জয়িনীতে বিক্রমাদিত্য রাজার শক ১৩৫ বৎসর পর্য্যন্ত গত হইয়াছে। বর্তমান নৰ্ম্মদা নদীর দক্ষিণ তীরে শালিবাহন নামে রাজার শক ১৮০০০ বৎসর পর্য্যন্ত থাকিবে। তাহার পর নাগাৰ্জ্জুন নামে এক রাজা হইবেন তাহার শক কলির ৮২১ বৎসর শেষ থাকিতে গত হইবে। তদনন্তর সন্তল গ্রামে বিষ্ণুৰ্যশানাম গৌড় ব্রাহ্মণের ঘরে কল্কি দেবের অবতার হইবে। এই মতে ৬ শক কর্তা রাজারদের মধ্যে দুই গত এক বর্তমান তিন ভাবী। কলিযুগের আরম্ভ অবধি ৪২৬৭ বৎসর পর্য্যন্ত ১১৯ জন নানা জাতীয় হিন্দু দিল্লীর সিংহাসনে সম্রাট হন ইহার বিবরণ। রাজা যুধিষ্ঠির অবধি ক্ষেমকৃ পৰ্য্যন্ত কলিতে বাস্তব ক্ষত্রিয় জাতির বিরাম হইল। তাহার পর মহানন্দি নামে ক্ষত্রিয়ের ঔরসে শূদ্র গর্ভ জাত নন্দবংশোদ্ভব বিশারদ অবধি বোধমল্ল পর্য্যন্ত ১৪ জনেতে ৫০০ বৎসর। এই নন্দ অবধি রাজপুত জাতির স্বষ্টি হয়। ইনি পূৰ্ব্বে মগধ দেশে রাজা ছিলেন। তাহার পর ঐ বোধমল্লের মন্ত্রী গৌতম বংশ জাত বীরবাহু অবধি আদিত্য পর্য্যন্ত নাস্তিক মতাবলম্বী ১৫ জনেতে ৪০০ বৎসর। এই সময়ে নাস্তিক মতের অত্যন্ত প্রচার হয়। তাহার পর ঐ আদিত্যের মন্ত্রী ময়ূরবংশীয় ধুরন্ধর অবধি রাজপাল পর্য্যন্ত ৯ জনেতে ৩১৮ বৎসর। তাহার পর শকাদিত্য নামে কমট পৰ্ব্বতীয় রাজা এক জনেতে ১৪ বৎসর। এই রূপে কলির প্রথম অবধি ৩০৪৪ বৎসর গত হইল এবং মহারাজাধিরাজ যুধিষ্ঠির দেবের শকেরও নিবৃত্তি হইল। তাহার পর উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের সম্বতের আরম্ভ দিল্লীতে হইল। এই সম্বতের আরম্ভ অবধি বিক্রমাদিত্য ও বিক্রমসেন পিতা পুত্রে &> ? ՖԳՀ>
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।