১৭৩২ বঙ্গ-সাহিত্য-পরিচয় । সালের ১৮ই নবেম্বর পরলোকগত হইলেন । এহার বাদশাহি সৰ্ব্বশুদ্ধ ৪৬ বৎসর কয়েক মাস। তদনন্তর তাহার পুত্র আকবর সানি বাদশাহ হইয়া দিল্লীর সিংহাসনে রাজত্ব করিতেছেন। ইংরেজী ১৮২০ সনের জুলাই মাস পর্য্যন্ত তাহার রাজত্বের ১৩ বৎসর ৮ মাস ২২ দিন অতীত হইয়াছে। লক্ষেী দেশের নবাব সুজাওদ্দৌলা পূৰ্ব্বে শাহ আলম বাদশাহের উজিরী কৰ্ম্ম করিতেন তৎপ্রযুক্ত তাহার নাম নবাব উজীর খ্যাত ছিল এবং তাহার পুত্র নবাব আসফদ্দৌলা ও নবাব সাদৎ আলী সেই নামে খ্যাত ছিলেন। সম্প্রতি ইং ১৮১০ সনের ৯ই অক্টোবরে শ্ৰীযুত লর্ড হেষ্টিন বড় সাহেবের সন্মতিতে ঐ নবাব সাদং আলীর পুত্র নবাব গাজিউদ্দীন হয়দর সুবে ঔধের বাদশাহ হইয়াছেন অর্থাৎ অযোধ্যার রাজা হইয়াছেন এবং হিজরী ১২৩৪ সনে আপন সাজমন্ নামে মুদ্র প্রচলিত করিয়াছেন। ইংলণ্ড দেশের বাদশাহ তৃতীয় জর্জ ৬০ বৎসর রাজ্য করিয়া ৮২ বৎসর বয়ঃপ্রাপ্ত হইয়া ইংরাজী ১৮২০ সনের ১৯ এ জানুয়ারী শনিবার ৮ ঘণ্টা রাত্রে পরলোকগত হইয়াছেন। তাহার পর দিবস তাহার জ্যেষ্ঠপুত্র চতুর্থ জর্জ ইংলণ্ড দেশের ও ভারতবর্ষের উপরে রাজা হইয়াছেন। এই বীরভোগ্য বস্থঙ্করাতে ক্ৰাইষ্ট ধৰ্ম্মাবলম্বীর মধ্যে পটুগীজ জাতি অর্থাৎ ফিরিঙ্গীর প্রথম আসিয়া বাণিজ্যাদি করে । তদন্তর ইংগ্রণ্ডীয়েরদের অর্থাৎ ইংরাজদিগের কুঠী বাঙ্গালা ও বেহার ও উড়িষ্যাতে ক্রমেতে হয়। তাহার পর ইংরেজী ১৭১৭ সনে ফররুখসিয়র বাদশাহের রাজ্যকালেই ইংরেজ কোম্পানীর কৰ্ম্মকৰ্ত্ত জানসারমান ও খাজা সরহদের প্রার্থনাতে সুৰে বাঙ্গালার আমিরাবাদ পরগণার মৌজে কলিকাতা ও সুতানুটী ও গোবিন্দপুরের এবং তাহার নিকট ৩৮ মৌজার তালুকদারী ও অন্তান্ত স্থানে কুষ্ঠা করিবার নিমিত্ত ৪০ বিঘা করিয়া ভূমি পাইবার ও বন্দর হুগলীতে প্রতি বৎসর ৩০০০ টাকা দিয়া সৰ্ব্বত্র নিষ্করে বাণিজ্যাদি। করিবার ফরমাণ অর্থাৎ আজ্ঞাপত্র কোম্পানীর নামে হয়। তাহার পর ইং ১৭৫৭ সনে বাঙ্গালার সুবেদার নবাব সেরাজদ্দৌলা কলিকাতা আক্রমণ করিয়া লইয়া ১৪৫ জন ইংরেজকে এক ক্ষুদ্র কুঠরীতে বদ্ধ করিয়া রাখিয়াছিলেন তাহতে এক রাত্রির মধ্যে গ্রীষ্মেতে ১২৩ জন মরিয়াছিল। তাহার পর বৎসর কর্ণেল ক্লাইব ও এডমিরল ওয়াটসন সসৈন্তে আসিয়া নবাব সেরাজদ্দৌলার সকল সৈন্তকে পলাশীর বাগানে যুদ্ধে জয় করিয়া বাঙ্গালা বেহার ও উড়িষ্যা এই তিন মুবার সুবেদারি করিলেন। তদবধি ইংরেজ কোম্পানীর রাজ্য এ দেশে সুস্থির হইল।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।