প্রাচীন গদ্য-সাহিত্য—প্রমথ শৰ্ম্মার নব-বাবু-বিলাস–১৮২৩ খৃঃ । ১৭৩৭ মনে মনে কিছুই করে না। পাপ পুণ্য সম ভাব করি কিছু করে লাভ পরকাল নাহিক ভাবন ॥ এরূপ গুণধাম আমাত্য সহিত পরামর্শ করিয়া কহিলেন ওহে ধরের পে একজন মোছলমান মুনসী তত্ব করিয়া আনহ । যে আজ্ঞা করিয়া ধরের পো গমন করিলেন ॥ অথ মুনসী বৃত্তান্ত ॥ বহু অন্বেষণ করিয়া যশোহর নিবাসী এক মুনসী সমভিব্যাহারে লইয়া আগমন করিলেন। কৰ্ত্ত কহেন শুন মুনসী আমার সন্তানদিগকে পারসী পড়াইবা এবং বহিদ্বারে থাকিবা যে দিবস বাবুরা কোন স্থানে নিমন্ত্রণে যানারূঢ় হইয়া গমন করিবেন সঙ্গে যাইবা মায় খোরাকি তিন তঙ্ক পাইব । ইহা শুনিয়া যশোহর নিবাসী মুনসী প্রস্থান করিলেন। তৎপরে নাটুর ফরাদপুর ঢাকা ছিলহট্ট কমিল্লা বড়ন বরিশার ইত্যাদি দেশী মুনসী প্রায় মাসেক দুই মাস গমনাগমন করিলেন কত্তা তাহার দিগর জবাব দিলেন কহিলেন তোমাদিগের জবান দোরুস্ত নহে অর্থাৎ বাক পরিস্কার নহে। কৰ্ত্তাটার কাছে কি কেহ পারসী কথা বা হিন্দী কথা কহিয়া থোস নাম পাইতে পারেন তিনি অনর্গল পারসী ও হিন্দী কহিতে পারেন। অনন্তর চট্টগ্রাম নিবাসী অপূৰ্ব্ব মিষ্ট ভাষী এক উপযুক্ত মুনসী রাখা হইল। তিনি বোট আপিসের মাজি ছিলেন এক সাটি ফিকিট দেখাইলেন । কৰ্ত্তার যেরূপ বিদ্যা তাহ পূৰ্ব্বে লিখিয়াছি তাহাতেই সুবিদিত আছেন কর্তা মহাশয় ঐ ইংরাজী লিখিত সার্টি ফিকিট পাঠ করিয়া বলিলেন যে অনেক দিবসাবধি এ ব্যক্তি মুনসীগিরি কৰ্ম্ম করিয়াছে তাহাতে লেখা আছে এ প্রযুক্ত আমার কৰ্ম্ম হইতে ছাড়াইল । কত্তা জিজ্ঞাসা করিলেন তুমি কত কাল এ সাহেবের নিকট চাকর ছিলে। মুনসী কহেন উহাতে লেখা আছে আপনি দেখিবার চান তো দেখুন। কৰ্ত্ত কহিলেন হা হা আছে বটে কোন সাহেবের কৰ্ম্ম করিতে। আজ্ঞা করত বলবর কোম্পানি। কোম্পানির মুনসী শুনিয়া মহাসন্তুষ্ট হইলেন। পরে মাজি পূৰ্ব্বলিখিত বেতনে সেই সকল কৰ্ম্ম স্বীকার করিলেন। পরদিবস বাবুদিগের পাঠ আরম্ভ হইল অতি সুক্ষ বুদ্ধি প্রযুক্ত দুই বৎসরের মধ্যেই প্রায় করিম সমাপ্তি করিলেন। গোলেতা বোস্ত আরম্ভ করিয়া ইংরাজী পড়িবার নিমিত্ত বাবুর স্বয়ং চেষ্টক হইলেন। বয়ঃক্রম প্রায় তের চোঁদ বৎসর হইয়াছে ইংরাজী কাহার নিকটে পড়িবেন ইহার চেষ্টায় কখন আরাতুন পিংক্রস ডিকরুস কালস ইত্যাদি সাহেবের ইস্কুলে গমনাগমন করেন কিন্তু বাবুদিগের কেহ ভাল মতে বুঝাইতে পারেন না। ইহা
- > ケ