>"○b〜 বঙ্গ-সাহিত্য-পরিচয় । শুনিয়া কত্ত কহিলেন তবে একজন সাহেব লোক বাটীতে চাকর রাখিতে হইল। পরে ধরের পো অন্বেষণে চলিলেন । অর্থ স্কুল মেষ্টরের বৃত্তান্ত । 棗 豪 棗 棗 鷲 豪 事 竇 豪 韃 গন্তুজাত একজন সাহেব আনিয়া বাবুদিগের পাঠকারণ নিযুক্ত করিলেন। সাহেবের মেজের সর্জ এবং খান ও টীফিন খাওয়া দেখিয় বাবুরদিগেরো প্রায় তদনুরূপ ব্যবহার হইল আর সাহেবের সহিত সৰ্ব্বদ কথোপকথনদ্বারা গাড়ামী রাসকেল বেরিগুড হোট হোট ননসেন্স গোটু হেল এইরূপ কথকগুলিন কথা অভ্যাস করিয়া বাঙ্গালা কথায় মিশাইয়া কহিতে লাগিলেন এবং দুই এক খান ইংরাজী চিটি পাঠ করিতে পারেন এবং ইংরাজী ভাষাতে কোন লোক কিছু জিজ্ঞাসা করিলে ঐ সাহেবের মত শব্দ উচ্চারণ পূর্বক উত্তর করেন যথা তোমার পিতার নাম কি টোমার নাম ডট অর্থাৎ তোমার নাম দত্ত। আর বাবু সকল যেরূপ ইংরাজী পত্রাদি লিখিয়া থাকেন তাহ অন্ত কাহার সাধ্য নাই যে পাঠ করেন বা বুঝিতে পারেন । এই প্রকার বিদ্যাপ্রচার হওয়াতে খোসামুদের কত্তার নিকটে কহেন বাবুদিগের লেখা বিজ্ঞ বিজ্ঞ ইংরাজেও বুঝিতে পারেন না এ সকল আপন পুণ্য প্রকাশ। যেরূপ বিদ্যা হইয়া উঠিল অনুসন্ধান করিলে প্রায় এরূপ বিদ্যান ও বুদ্ধি পাওয়া ভার। আশীৰ্ব্বাদ করি চিরজীবী হইয়া থাকুন। প্রতিবাক্যে লেখক কহে এমত বিদ্বান সন্তান বাচ ভার। আমাত্যের বাক্যে কত্তার হৃদপদ্ম প্রফুল্ল হইল পরে লেখা পড়া পরিত্যাগ হইল বিষয় কৰ্ম্ম করিবার বয়েস হইয়াছেন এক্ষণে সেই ধুমে পড়িলেন তাহার উদ্যোগ ইহার বিশেষ পল্লব খণ্ডে প্রকাশ হইবেক । ইতি শ্ৰীপ্রমথনাথ শৰ্ম্মণা বিরচিতে নব-বাবু-বিলাসে অঙ্কুরখণ্ড সমাপ্ত। অথ পল্লব খণ্ড । অর্থাৎ বাবুরূপ বৃক্ষের পল্লব। বাবু সকল আপন আপন পছন্দমত যান বাহন পরিচ্ছেদ অর্থাৎ পোষাক প্রস্তুত করিছেন যথা পালকী পেয়াদ ছাত পিনীস পানী গাড়ি জাম চৌগা চাপকান পাজামা পাপোষ পাগড়ী আমামা লাড়ুদার মোড়াসা চাকা বাক ইত্যাদি বিবিধ প্রকার উত্তম উত্তম পোষাক প্রস্তুত হইল। আপন আপন স্বেচ্ছামত পোষাক পরিধান পূর্বক দরবার অর্থাৎ কুঠা যাইবেন কেহ গাড়িতে কেছ পালকীতে আরোহণ করিয়া গমন করিলেন। প্রথমে টালা কোম্পানি টেলর কোম্পানি ইত্যাদি দুই তিন নীলাম ঘরে
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।