প্রাচীন গদ্য-সাহিত্য-মার্সম্যানের ভারত-ইতিহাস–১৮৩১ খৃঃ। এবং তৎস্থানের প্রতি আতি নৈপুণ্য রূপে যুদ্ধ করাতে ১০ ডিসেম্বর তারিখে ঐ বাসিন স্থান র্তাহাকে সমৰ্পিত হয়। সেই স্থান এইরূপ আয়ত্ত করণানন্তর ঐ জেনারল সাহেব উত্তরকালে কর্তব্য কার্য্যের নিয়ম বোম্বের বড় সাহেবের সহিত নিৰ্দ্ধাৰ্য্য করণার্থে তথায় গমন করিলেন। অপর উভয়েতে এই স্থিরীকৃত হইল যে প্রস্তাবিত সন্ধিপত্রে যাবৎ মহারাষ্ট্ৰীয়ের স্বীকৃত না হন তাবৎ প্রাণপণে যুদ্ধ করা এবং পৰ্ব্বতীয় পথ আয়ত্ত করণ পূর্বক পুণ্যগ্রাম রাজধানীর উপর চড়াউ করা কর্তব্য। অতএব জানুআরি মাসের মধ্যকালে ইংগ্রণ্ডীয় সৈন্তেরা বাসিন হইতে তথায় যুদ্ধার্থে যাত্রা করেন। তৎসময়ে মহারাষ্ট্রীয় সৈন্তের মধ্যে অশ্বারূঢ় ও পদাতিক বিংশতি সহস্র ও ১৫ তোপ ছিল এবং সেই সকল সৈন্ত লইয়া হরি পণ্ডিত ফরকিয়া নামক প্রধান সেনাপতি বোর ঘাটের অভিমুখে রাস্তার মধ্যে ছাউনি করিয়াছিলেন। অপর ৮ ফেব্রুয়ারি তারিখে ইংগ্রণ্ডীয় সৈন্তের পৰ্ব্বতীয় পথের তলে পহুছিয়া দেখেন যে বিপক্ষেরা পৰ্ব্বতের শৃঙ্গে ছাউনি করিয়া ইংগ্রণ্ডীয়ের দের তৎপথ দিয়া গমন করণের নিবারনার্থে প্রস্তুত আছে। ইহার কিঞ্চিৎকাল পূৰ্ব্বে সসৈন্ত হোলকার মহারাষ্ট্রয়ের দের সৈন্তের সহিত মিলিয়াছিলেন অতএব এইক্ষণে র্তাহার দের দল অত্যন্ত পুষ্ট হইয়াছে। তাহ অবগত হইয়া ইংগ্রণ্ডীয় সেনাপতি সাহেব ইহা বুঝিলেন যে অতি ত্বরা ও পরাক্রমপূর্বক যুদ্ধ না করিলে কাৰ্য্য নিৰ্ব্বাহ হয় না অতএব তথায় যে দিবসে পহুছেন তদিবসীয় রাত্রিতেই তাহার দের সহিত যুদ্ধ করিতে নিশ্চয় করিলেন। অপর ঘোর নিশীথে কাপ্তান পারকর সাহেব ঐ দুর্গম পথে আরোহণ করিয়া অসম সাহস পূর্বক যুদ্ধ করিয়া বিপক্ষের দিগকে প্রত্যেক গুম্বেজ ও কামান রক্ষিত স্থান হইতে তাড়াইতে ২ অতি প্রত্যুষে ঐ পৰ্ব্বতের শৃঙ্গ আয়ত্ত করিলেন। অপর ঐ পৰ্ব্বত শৃঙ্গে পহুছিলে তথা হইতে ঐ পুণ্যগ্রাম রাজধানী সাড়ে বাইশ ক্রোশ মাত্র বিপ্রকৃষ্ট থাকিল। অপর ১২ ফেব্রুয়ারি তারিখে ইংল্পগুয়ের দের ছাউনিতে একজন আসিয়া কহিল যে পুণ্য রাজ্যের উজীর নানা ফরনবীশ সন্ধির নিয়ম করণার্থে আমাকে আপনার নিকটে প্রেরণ করিয়াছেন কিন্তু তিনি কোন ওকালৎ নাম আপনার সঙ্গে করিয়া না আনাতে জেনরল গভার্ড সাহেব কিছু সন্দেহ করিলেন তথাপি এই বিষয়ের ওজরের নিমিত্তে সন্ধির ভরসা বিফল না হয় এতদৰ্থে জেনরল সাহেব তাহাকে কহিলেন যে তুমি উজীরকে এই অবগত করাও যে এই যুদ্ধ শেষ করণেতে তাহার যেমত চেষ্টা তদ্রুপ আমারও বটে এবং সন্ধি করিতে আমি সম্পূর্ণরূপে সক্ষম। অপর তাহাকে সন্ধিপত্রের নিয়মের একখান পাণ্ডুলেখ্য দিয়া কহিলেন যে ᎼᏄ8 Ꮌ
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।