পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)●○○ বঙ্গ-সাহিত্য-পরিচয় । কুন্দ-কুসুমে করু কবরী-ভার। হৃদয়ে বিরাজিত মোতিম-হার ॥ চন্দনে চরচিত রুচির কপূর। অঙ্গহি অঙ্গ অনঙ্গ ভরি পূর। ভ্ৰমি ভ্ৰমি বৈঠল নিভৃত নিকুঞ্জে। শেষ বিছায়ল কিশলয়-পুঞ্জে ॥ পথ হেরি আকুল বিকল পরাণ। অবহু না সুন্দরী করল পয়ান ॥ অন্তরে মদন করল পরকাশ । চৌদিগ নেহারত গোবিন্দ দাস । সজনি কি কহব রাইক সোহাগী । যাকর আগমন-আশ হৃদয়ে ধরি রজনী পোহাম্নল জাগি ৷ কোকিল সম হরি সঙ্কেত করইতে দ্বার খসাইতে রাধা। কঙ্কণ ঝলকিতে গুরুজন জাগল পড়ি গেও দারুণ বাধা । (১) ননদী বোলে ধনী কে বাহিরায়ত ভীত পুতলী-সম-দেহ। (২) লোরে মিটাওল পীন-পয়োধর মৃগমদ-কুকুম-রেহী। (৩) বিঘটি মনোরথ আন চলন হরি তাহে দুহু সঙ্কেত রাখি। হার কুসুমিত সরসিজ মুকুলিত গোবিন্দ দাস এক সাখী ॥ (৪) ভুজগে ভরল পথ কুলিশ শত শত কত কত বিঘিনি (৫) বিথার। কুলবতী-গৌরব বাম চরণে ঠেলি (৬) কুঞ্জে করলু অভিসার। (১) কৃষ্ণ কোকিলের স্বরে সঙ্কেত করাতে রাধিক দ্বার খসাইতে গেলেন, কিন্তু কঙ্কণ ঝঙ্কত হওয়াতে বাধা পড়িয়া গেল। (২) ননদী ডাকিয়া বলিল-কে বাহির হইতেছে ? রাধা ভীত পুতুলীর মত দাড়াইয়া রহিলেন। (৩) চক্ষের জলে ( লোরে ) পয়োধরের কুঙ্কুম ও মৃগমদের রেখা ভাসিয়া গেল। (৪) মনোরথের বিপৰ্য্যয় হওয়াতে শ্ৰীহরি দুটা সঙ্কেত রাখিয়া অন্ত পথে চলিয়া গেলেন। তাহার একটা কুমুমিত হার ও অপরটা পদ্মের কলি । গোবিন্দ দাস ইহার সাক্ষী রহিল। (৫) বিঘ্ন। (৬) কুলবালার গৌরব অর্থাৎ সতীত্বের গৌরব বাম পায়ে ঠেলিয়া।