Yዓ88 বঙ্গ-সাহিত্য-পরিচয় । এইক্ষণে গবর্ণমেণ্ট ও সুপ্রিম কোর্টেতে যে সকল বিরোধ উপস্থিত হইল সম্প্রতি তদ্বিষয় আমার দের প্রস্তাব্য ভারতবর্ষের রাজশাসনে যে সকল অযথার্থ বিষয় প্রবিষ্ট হইয়াছিল তৎপ্রতিকার করণাভিপ্রায়ে পালিমেণ্ট ১৭৭৩ সালে কলিকাতায় এক সুপ্রিম কোর্ট স্থাপন করিয়া হুকুম করিলেন যে তাহাতে একজন চিপ জুষ্টিস ও তিন জন নায়েব জুষ্টিস সাহেব নিযুক্ত থাকিবেন এবং তাহারা কোম্পানির নিকটে ক্ষমতাপ্রাপ্ত ও কোম্পানি কর্তৃক নিযুক্ত না হইয়া কেবল বাদশাহের সনন্দ রাখিবেন। এবং ঐ আদালতের সাহেবের দিগকে ব্রিটনীয় রাজ্যের চলিত ব্যবস্থা ভারতবর্ষে প্রচার করণের ক্ষমতা দিলেন এবং দেওয়ানী মোকৰ্দমার বিষয়ে তাহার দের প্রতি এই হুকুম হইল যে কোম্পানি বাহাদুরের এবং ব্রিটনীয় প্রজার দের প্রতিকূলে যে সকল দাওয়া উপস্থিত হয় তাহার বিচার করিতে পারেন এবং যে ভারতবর্ষায়ের সুপ্রিম কোর্টে স্বীয় দাওয়ার বিচার করণের অনুমতি দিয়াছেন সেই সকল দাওয়ার উপরে ঐ কোর্টের এলাকা থাকিবে। ফৌজদারী বিষয়ে এই নিয়ম হইল যে তাবৎ ব্রিটনীয় প্রজার উপরে এবং যত লোক কোম্পানির কৰ্ম্মে বিশেষ অথবা অবিশেষরূপে নিযুক্ত আছে এবং অপরাধ করণ সময়ে যাহারা ব্রিটিস সবজেক্ট ছিল তাহারদের উপরেও ঐ কোর্টের এলাকা থাকিবে। পালিমেণ্ট আরো হুকুম করিলেন যে তথায় নিযুক্ত জজ সাহেবদিগকে মাসিক স্বপ্রতুল বেতন দেওয়া যাইবে এবং তাহার কোন প্রকারে রহুম লইবেন না। কিন্তু ভারতবর্ষে এইরূপ দুই স্বতন্ত্র সক্ষম সমাজ অর্থাৎ সুপ্রিম কোর্ট ও গবর্ণর জেনরল কৌন্সেল স্থাপিত করাতে এবং তাহার দের বিশেষ ক্ষমতার নিরূপণ না করাতে পালিমেণ্টের এক মহীচুক হইল এবং ঐ চুকের মন্দ ফল অতিশীঘ্র দৃষ্ট হইল। সুপ্রিম কোর্টের জজ সাহেবের স্বীয় স্বীয় কৰ্ম্মে নিযুক্ত হওনের কিঞ্চিৎ কালানন্তর সেই আদালতের এলাকা তাবদেশের উপর বিস্তার করিতে লাগিলেন। মফঃসলের জমীদারের দের সামান্ত কর্জের মোকদ্দমার বিষয়ে সুপ্রিম কোর্ট পরওয়ান প্রেরণ করিতে লাগিলেন তাহাতে ঐ জমীদারের দের কলিকাতায় আসিতে হুকুম হইল এবং যদি তাহারা ঐ পরওয়ানা হেয় করিতেন তবে তাহারা জামিন দাখিল না করা পর্য্যন্ত জেলখানায় কয়েদ থাকিতেন । এই অসম্ভব ব্যাপারেতে এতদেশীয় লোক সকল উদ্বেগে মগ্ন হইলেন। তদনন্তর সুপ্রিম কোর্টের জজ সাহেবের দেশের রাজস্ববিষয়ে হস্ত নিক্ষেপ করিতে লাগিলেন এবং ঐ কোর্টের উকীলেরা তাবদেশ ব্যাপিয়া সকল বাকীদারের দিগকে কহিলেন যে তোমরা যদি সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখ তবে তোমার দের তথায়
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।