Ꮌ Ꮔ8Ꮼ বঙ্গ-সাহিত্য-পরিচয় । ঐ আদালতের জজ সাহেবেরা তাহার দের প্রতিকূলে প্রতিদিন পরওয়ান প্রেরণ করিয়া তাহার দিগকে বসত বাট হইতে ধৃত করণ পূৰ্ব্বক অনেককে অনেক দূর আনাইতেছেন এবং তাহারা মুপ্রিম কোর্টের এলাকার মধ্যে কি না ইহা বিবেচনা করণের পূৰ্ব্বে তাহার দিগকে কারাগারে বদ্ধ করিতেছেন ইহাতে তাবদেশীয় জমীদারেরা একেবারে অত্যন্ত উৎকণ্ঠিত হইয়াছেন এবং তাহার দের রাজস্ব আদায় করণ প্রায় স্থগিত । র্তাহারা আরো এই নিবেদন করিলেন যে পালিমেণ্ট যে ব্যাপার সুপ্রিম কোর্টের এলাকার মধ্যে স্থাপন করণে অভিপ্রায় করেন নাই সেই সকল ব্যাপারেতে ঐ কোর্টের জজ সাহেবের হস্ত নিক্ষেপ করিয়া ইহা প্রচার করিয়াছেন যে দেশের তাবৎ রাজকরের আয়ব্যয়ের উপর আমারদের কর্তৃত্ব করণের অধিকার আছে। ইহাতে কোম্পানি বাহাদুরের রাজস্ব সম্পৰ্কীয় আদালতের হুকুমের প্রতিবন্ধকতাচরণ হইতেছে এবং কালেক্টর সাহেব যাহার দিগকে বাকী মালগুজারির নিমিত্তে কয়েদ করিতেছেন তাহার দিগকে সুপ্রিম কোর্ট একেবারে মুক্ত করিতেছেন এবং রাজকর সম্পৰ্কীয় মোকদম সকল ঐ সুপ্রিম কোর্টে উপস্থিত হইতেছে ও কালেক্টর সাহেব প্রভৃতির দের নামে ঐ আদালতে লালিশ হইতেছে ইহাতে যে ইজারদার ও জমীদারের দের রাজস্ব বাকী পড়িতেছে তাহারা তর্জন গর্জন পূৰ্ব্বক কালেক্টর সাহেবকে কহে যে এই বাকী টাকার দাওয়া করিলে আমরা সুপ্রিম কোর্টে তোমার নামে লালিশ করিব এই প্রযুক্ত রেবিনিউ ও দেওয়ানী আদালত সম্পৰ্কীয় প্রায় তাবৎ কৰ্ম্ম স্থগিত হইয়াছে। র্তাহারা আরো বাদশাহের মন্ত্রীর দের নিকটে এই নিবেদন করিলেন যে গবর্ণমেণ্টের অত্যন্ত গোপনীয় ষে কৰ্ম্ম তাহার কাগজ পত্র সকল আদালতে প্রকাশ করিতে সুপ্রিম কোর্টের জজ সাহেবের হুকুম দিয়াছেন এবং সেক্রেটরী সাহেবকে এক পরওয়ানার দ্বারা এই হুকুম করিলেন যে ঐ সকল কাগজপত্র তুমি সুপ্রিম কোর্টে সঙ্গে করিয়া আনিবা । অপর কৌন্সেলী সাহেবেরা সেই কাগজপত্র আনিতে আমাকে নিষেধ করিয়াছেন তিনি যখন এই প্রত্যুত্তর করিলেন তখন জজ সাহেবের র্তাহাকে জিজ্ঞাসা করিলেন যে কৌন্সেলের মধ্যে কোন ব্যক্তি তোমাকে নিষেধ করিল ইহাতে ঐ সাহেব যখন কোন ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করিতে স্বীকার করিলেন না তখন তিনি ঐ কাগজপত্র দাখিল না করণেতে তাহার জরীমানা করিলেন অতএব কোর্ট আফ ডৈরক্তস সাহেবের কহিলেন যে কোম্পানির সকল কাগজপত্র যদি এইরূপ ব্যাখ্যা করিতে হয় তবে আমরা কিরূপে রাজ্যের তাবৎ কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিতে পারি।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।