পদাবলী—গোবিন্দ দাস—১৬শ শতাব্দী। తిరిగి সজনি কি ফল পাপ-পরগণ । যামিনী আধ- অধিক বহি যাওত (১) - অবহু না মিলল কণন ॥ যতএ মনোরথ সব ভেল অনরথ (২) কানু-পারিতি-অভিলাষে । কোন কলাবতী বাধল প্রাণপতি বাহু-ভুজঙ্গিনী-পাশে ॥ দারুণ ফুল-শর কুঞ্জে বিথারল মন্দিরে গুরুজন গারি। গোবিন্দ দাস কহে এ দুহু সংশয় নিরমল রসিক মুরারি । মন্দির-বাহির কঠিন কপাট । চলইতে শঙ্কিত পঙ্কিল বাট । তহি অতি দূরতর বাদর দোল। (৩) বারি কি বারই নীল নিচোল ॥ (৪) সুন্দরি কৈছে করবি অভিসার । হরি রহু মানস-সুরধুনী পার। ঘন ঘন ঝন ঝন বজর-নিপাত। শুনইতে শ্রবণে মরমে মরি যাত ॥ দশ দিশে দামিনী দহই বিথার । হেরইতে উচকই লোচন-তার (৫) ॥ ইথে যদি সুন্দরি তেজবি গেহ। প্রেমকি লাগি উপেখবি (৬) দেহ ॥ গোবিন্দ দাস কহ ইথে কি বিচার। ছুটল বাণ কিয়ে যতনে নিবার। (৭) (>) (*) (9) (8) (c) (*) রাত্রি অৰ্দ্ধেকের বেশী বহিয়া গিয়াছে। অনরথ=অনর্থক । অত্যন্ত বাদলা । নীল বস্ত্রে কি বৃষ্টি নিবারিত হয় ? চক্ষুর তারা । (৬) উপেক্ষা করিবে। যে বাণ নিক্ষিপ্ত হইয়াছে, তাহা কি আর যত্ন করিলে ফিৱাণ যায় !
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।