পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి) বঙ্গ-সাহিত্য-পরিচয় । কৃষ্ণের উৎকণ্ঠ । কাননে কুসুম ভেল পরকাশ । শারী-শুক-পিক মধুরিম ভাষ। গুঞ্জত ভ্রমরী ভ্রমর উতরোল। মধুলোভে মাতি আনন্দে বিভোল ৷ তহি মৃগমন করু বিদগধ-রাজ । রণ রণ ঝন ঝন নূপুর বাজ ৷ ভ্ৰমি ভ্ৰমি বৈঠল নিভৃত নিকুঞ্জে। শেষ বিছায়ল কিশলয়-পুঞ্জে । পথ হেরি আকুল বিকল পরাণ । অবহু না সুন্দরী করল পয়ান ॥ অন্তরে মদন করল পরকাশ । চৌদিগ নেহারত গোবিন্দ দাস ॥ চলু গজগামিনী হরি-অভিসার। গমন নিরঙ্কুশ আরতি বিথার । পঙ্ক-পিছল পথ গুরুয়া নিতম্ব । পড় কত বেরি (১) নাহি অবলম্ব ॥ বিজুরী-জ্যোতিঃ দরশায়লি দেহ। উঠইতে চাহে জলধারক এহ ॥ (২) ঐছনে মিলল নাগর-পাশ । গোবিন্দ দাস কহে পূৱল আশ । মিলন । আদরে আগুসরি রাই হৃদয়ে ধরি জানু-উপরে পুন রাখি। নিজ-কর-কমলে চরণ-যুগ মুছই হেরই চির থির আখি । পীরিতি মুরতি অধিদেবা। যাকর দরশনে সব দুখ মিটল সই আপনে কর সেবা । (১) কতবার পড়িয়া যাইতে লাগিল। (২) দেহ বিদ্যুতের মত দেখাইতে লাগিল এবং পড়িয়া যাইয়া উঠিবার সময় চক্ষু হইতে জলধারা পড়িতে লাগিল ।