পদাবলী—গোবিন্দ দাস—১৬শ শতাব্দী। రిలిసి হিমকর শীতল নীরহি তিতল করতলে মাজই মুখ। (১) সজল নলিনী-দলে মৃদু মৃদু বীজই পুছই পন্থকি দুখ ॥ (২) অস্কুলে চিবুক ধরি বদনে তাম্বল পুরি মধুর সন্তাষই কান। গোবিন্দ দাস ভণ নিতি নব নূতন রাইক অমিঞা সিনান। মাধব কি কহব দৈব বিপাক । - পথ-আগমন-কথা কত না কহিব হে যদি হয় মুখ লাখে লাখ ॥ মন্দির তেজি যব পদচারি আয়ন্ত নিশি হেরি কম্পিত অঙ্গ । তিমির দুরন্ত পথ হেরই না পারিয়ে পদ-যুগে বেঢ়ল ভুজঙ্গ । একে কুল-কামিনী তাহে কুহু-যামিনী ঘোর গহন অতি দুর। আর তাহে জলধর বরিখয়ে ঝর ঝর হাম যাওব কোন পুর। একে পদ-পঙ্কজ পঙ্কে বিভূষিত কণ্টকে জরজর ভেল। তুয়া দরশন-আশে কছু নাহি জানন্থ চিরন্থখ অব দূরে গেল । তোহারি মুরলি যব শ্রবণে প্রবেশিল ছোড়ল গৃহ-সুখ-আশ । পন্থহু দুখ তৃণ করি না গণনু কহতহি গোবিন্দ দাস ॥ হরি নিজ-আঁচরে রাই-মুখ মুছই কুস্কুমে তনু পুন মাজি। অলকা-তিলক দেই সীথি বনায়ই চিকুরে কবরী পুন সাজি । মাধব সিন্দুর দেয়ল সীথে । কতহু যতন করি উরপর লেখই মৃগমদ-চিত্রক পাতে ॥ মণিময় নুপুর চরণে পরায়ল উরপর দেয়লি হার। তাম্বুল সাজি বদন ভরি দেয়ল নিছুই তনু আপনার (৩) ৷ নয়নহি অঞ্জন করল সুরঞ্জন চিবুকহি মৃগমদ বিন্দ। চরণ-কমল-তলে যাবক লেখই কি কহব দাস গোবিন্দ ॥ সুবাসিত বারি ঝারি ভরি তৈখনে আনল রসবতী রাই। দুখানি চরণ পাখালিয়ে সুন্দরী আপন কেশেতে মোছাই ॥ অঙ্গক ধূলি বসনহি ঝাড়ই অনিমিথে হেরই বয়ান। তুহু সনে মান করলুবর মাধব হাম অতি অলপ-পরাণ ॥ (৪) (১) হিমকণায় মুখ ভিজিয়াছে, কৃষ্ণ উহা স্বীয় হস্তে মুছাইয়া দিলেন। (২) সিক্ত নলিনী-পত্রে ধীরে ধীরে ব্যঞ্জন করিতে লাগিলেন এবং রাধাকে পথের কষ্ট জিজ্ঞাসা করিলেন। (৩) আপনার শরীর নিচুনী করিয়া। (৪) মাধব ! আমি অতি অল্প-জ্ঞান, এই জন্য তোমার সঙ্গে মান করিয়াছিলাম।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।