రి 8 రి বঙ্গ-সাহিত্য-পরিচয় । রমণীক মাঝে কহই শু্যাম-সোহাগিনী গরবে ভরল মঝু দেহ। হামারি গরব তুহু আগে বাঢ়াআলি অবহু টুটাঅব কেহ ॥(১) সব অপরাধ খেমহ বর-মাধব তুআ পায়ে সোপলু পরাণ। গোবিন্দ দাস কহ কানু ভেল গদগদ হেরইতে রাই-বয়ান ॥ ও নব জলধর অঙ্গ । ও মুখ চন্দ্র উজোর। ইহ থির বিজরী-তরঙ্গ ॥ (২) ইহ দিঠি লুবধ চকোর । ও নব মরকত ঠাম। ও তনু তরুণ তমাল। ইহ কাঞ্চন দশবাণ ॥ ইহ হেম-জ্যোতিঃ রসাল ৷ দেখ রাধা-মাধব-মেলি । ও তন্তু পদুমিনী-সাজ । স্বরতি মদন-রস-কেলি ৷ ইহ মত্ত মধুকর-রাজ ৷ গোবিন্দ দাস রন্থ ধন্দ। অরুণ নিয়ড়ে পুন চন্দ ॥ আকুল কুটিল অলককুল সম্বরি। সাঁথি বনাই বাধল পুন কবরী। তহি সম রেহ সিন্দুরক বিন্দু। কুস্কুমে মাজি সাজ মুখ-ইন্দু। এ হরি রতি-রস-অবশ রসাল। বিঘটিত বেশ বনাহ পুনবার ॥ কাজরে উজোরহ লোচন-ভ্রমরী। শ্রীতি অবতংশ কিশলয় চমরী ॥ পীন-পয়েধিরে থির কর থাপি (৩) । মৃগমদে রঞ্জহ নখ পদ ছাপি । বিগলিত কম্বু বলয়গণ মোর। সীধে সীধায়হ নুপুর-জোর ॥ মেটল যাবক পদে পুন লেখ । (৪) গোবিন্দ দাস দেথউ পরতেক (৫) ॥ (১) এই দুই ছত্র চণ্ডিদাসের অনুকরণ। (২) কৃষ্ণ মেঘের স্থায় এবং রাধা স্থির বিছাতের স্থায়। এই সমস্ত পদটীতে এক ছত্রে কৃষ্ণ এবং অপর ছত্রে রাধার কথা বলা হইয়াছে। (৩) স্থাপন কর । (৪) আলতা মুছিয়া গিয়াছে, তাহ পুনরায় পায়ে লিথ । (৫) প্রত্যক্ষ ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।