পদাবলী—গোবিন্দ দাস–১৬শ শতাব্দী । So 8X বেশ বনাই বদন পুন হেরইতে পদ-তলে পড়ু বারেবার। ঢর ঢর লোর ঢরকি বহে লোচনে নিজ-তনু নহে আপনার ॥ বিনোদিনী কোরে আগোরল কান। (১) দেহ বিদায় মন্দিরে হাম যাওব দিনকর করল পান। কানুক চিত থির করি সুন্দরী কুঞ্জসে গমনহি কেল। বসনহি বেরি ঝাপি মণি-মঞ্জীর (২) নিজ-মন্দিরে চলি গেল । রতন শেষ পর বৈঠলি সুন্দরী সখীগণ ফুকরই চাই । রজনী পোহায়ল গুরুজন জাগল গোবিন্দ দাস বলি যাই ॥ মান । চম্পক-দাম হেরি চিত অতি কম্পিত লোচনে বহে অনুরাগ (৩) । তুয়া রূপ অন্তরে জগয়ে নিরন্তর ধনি ধনি তোহারি সোহাগ ॥ বৃষভানু-নন্দিনী জপয়ে রাতি দিনি ভরমে না বোলয়ে আন (৪)। লাখ লাখ ধনী বোলয়ে মধুর বাণী স্বপনে না পাতয়ে কাণ ॥ (৫) রা কহি ধী পহু কহই না পারই (৬) ধারা ধরি বহে লোর (৭) । সোই পুরুখ-মণি লোটায় ধরণী পুনি কো কহ আরতি ওর (৮) ॥ গোবিন্দ দাস তুয়া চরণে নিবেদন কালুক ঐছে সংবাদ । নিচয়ে জানহ তছু দুখ পড়ুক কেবল তুয়া পরসাদ ॥ (১) কোরে = ক্রোড়ে। আগেরল = আগুলিয়া ধরিল। বিনোদিনী কালুকে কোলে গ্রহণ করিলেন । (২) বস্ত্র দ্বারা মণি-মঞ্জির আবৃত করিয়া, যেন শব্দ না হইতে পারে। (৩) চম্পক-দাম দেখিয়া শ্ৰীকৃষ্ণের চিত্ত কম্পিত হয় এবং অনুরাগে তাহার অশ্রু প্রবাহিত হয়। রাধার বর্ণ চম্পকের হ্যায়, সুতরাং চম্পকদর্শনে শ্ৰীকৃষ্ণের রাধা-স্মৃতি জাগরিত হয় ;–যথা, কৃষ্ণকমলের দিব্যোন্মাদে “একদিন চম্পকের ফুল, হেরিয়া ব্যাকুল, হইল গোকুল-শশী—অম্নি কোথা রাধা ব’লে, পড়িলেন ভূতলে—এইরূপ আমার চম্পক-বরণী গো— ধরিল মুবল আসি।” (৪) ভ্ৰমেও অন্ত কথা বলে না। (৫) লক্ষ লক্ষ রমণী তাহাকে নানা মধুৱ-বাণী বলিয়া বুঝাইতে চাহে, ভ্ৰমেও তাহাতে কর্ণপাত করেন না । (৬) রাধা নামের রা বলিয়া ধা পৰ্য্যন্ত বলিতে পারেন না। (৭) লোর = অশ্রু। চক্ষুর জল-ধারা বাহিয়া পতিত হয়। (৮) প্রেমের সীমা ইহা হইতে অধিক আর কি হইতে পারে । వీ)
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।