১৭৯৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । উত্তর। হামাম, বনত, কিম্বা অন্ত কোন পশমের কাপড় অথবা অবস্থা মুসারে শাল গায় দেন । প্রশ্ন। শালে তো সেলাই থাকে। উত্তর। সাহেব, সে বহুমূল্য বস্ত্র, তাহ অপবিত্র বলিতে পারিয়া উঠেন না। প্রশ্ন। পায় জুতা দেন তো ? উত্তর। জুতা হরিণের চৰ্ম্মের পাইলে দেন। প্রশ্ন। কেন ? গরু তে র্তাহারদের দেবতা, গোরুর চাম শুদ্ধ নয় কেন ? মহর্ষি দেবেন্দ্রনাথের জীবনী। মহর্ষি দেবেন্দ্রনাথ সম্বন্ধীয় বিবরণ History of Bengali Language and Literature orgCxEA svș-sss *¡ëîò Ê«J 1 ( উনবিংশ শতাব্দীর মধ্যভাগ । ) প্রথম পরিচ্ছেদ । দিদিমা আমাকে বড় ভালবাসিতেন। শৈশবে তাহাকে ব্যতীত আমিও আর কাহাকে জানিতাম না। আমার শয়ন উপবেশন ভোজন সকলই তাহার নিকট হইত। তিনি কালীঘাটে যাইতেন আমি তাহার সহিত যাইতাম। তিনি যখন আমাকে ফেলে জগন্নাথ-ক্ষেত্রে ও বৃন্দাবনে গিয়াছিলেন তখন আমি বড়ই কান্দিতাম। ধৰ্ম্মে তাহার অত্যন্ত নিষ্ঠা ছিল । তিনি প্রতিদিন অতি প্রত্যুষে গঙ্গাস্নান করিতেন। এবং প্রতিদিন শালগ্রামের জন্ত স্বহস্তে পুষ্পের মালা গাথিয়া দিতেন। কখন কখন তিনি সঙ্কল্প করিয়া উদয়াস্ত সাধন করিতেন—স্থৰ্য্যোদয় হইতে স্বৰ্য্যের অস্তকাল পর্য্যন্ত স্বৰ্য্যকে অৰ্ঘ্য দিতেন। আমিও সে সময়ে ছাতের উপরে রৌদ্রেতে র্তাহার সঙ্গে সঙ্গে থাকিতাম। এবং সেই স্বৰ্য্য-অর্ঘ্যের মন্ত্ৰ শুনিয়া শুনিয়া আমার অভ্যাস হইয়া গেল। “জবাকুসুমসঙ্কাশং কাগুপেয়ং মহাদু্যতিং । ধবাস্তারিং সৰ্ব্বপাপঘ্নং প্রণতোহৰ্ম্মি দিবাকরং ” দিদিমা এক এক দিন হরিবাসর করিতেন, সমস্ত রাত্রি কথা হইত এবং কীৰ্ত্তন হইত তাহার শব্দে আমরা আর রাত্রিতে ঘুমাইতে পারিতাম না। তিনি সংসারের সমস্ত তত্ত্বাবধারণ করিতেন এবং স্বহস্তে অনেক কাৰ্য্য করিতেন। র্তাহার কার্য্যদক্ষতার জন্ত র্তাহার শাসনে গৃহের সকল কাৰ্য্য সুশৃঙ্খলন্ধপে চলিত। পরে সকলের আহারান্তে তিনি স্বপাকে
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।