So 88. বঙ্গ-সাহিত্য-পরিচয় । মান-ভঞ্জনের চেষ্টা । চাদ-বদনী তুহু রামা। অনুগত কিঙ্কর দেখে। কাহে ভেলি অতি বাম ॥ তুহু নাহি সমুবাসি রোখে (১) { হাম চকোর তুয়া আশে । যবহু উপেথবি মোহে । পিবইতে করু অভিলাষে ॥ মকু বধ লাগব তোহে ॥ জগ ভরি অপযশ গাব । গোবিন্দ দাস মরি যাব ৷ দুরজন-বচন শ্রবণে তুহু ধারলি কোপেহি রোখলি মোয়। তুয়া বিষ্ণু শয়নে স্বপনে নাহি জানিয়ে স্বরূপে কহল সব তোয় । মানিনি মোহে চাহি কর অবধান । দারুণ শপথি করিএ তুয়া গোচর যাহে তুছ পরতীত মান। কুচযুগ-কলস মহেশ-সম জানিয়ে তাপর ধরি হাম পাণি। নহে জানি ধরম ঘটহু করি পরিখই উচিত কহিয়ে এই বাণী ॥ মনমথ আনল অন্তর মহে জলতহি তুহু জন্তু কাঞ্চন গোরী। আনলে হেম সাহসে উঠায়ব সাচি জানব তব লোরি ॥ তোহারি লোমাবলী কাল-ভুজঙ্গিনী হার তরঙ্গিণী জানি । গোবিন্দ দাস ভণি পরশ করহ ফণী নহে যনি ডুবহু পানী। রাইক হৃদয়-ভাৰ বুঝি মাধব পদ-তলে ধরণী লোটাই। দুই করে দুই পদ ধরি রন্থ মাধব তবহি বিমুখ ভেল রাই। পুনহি মিনতি করু কান। - হাম তুয়া অনুগত তুহু ভাল জানত কাছে দগধ মঝু প্রাণ ॥ তুহু যদি সুন্দরি মকু মুখ না হেরবি হাম যায়ৰ কোন ঠাম। তুয়া বিনু জীবন কোন কাযে রাখব তেজব পাপ-পরাণ ॥ এতহু মিনতি কামু যব করলহি তব নাহি হেরল বয়ান। ষ্ট্রেবিন্দ দাস মিছই আশোয়াসল রোই রোই চলু বর-কনে ॥(২) ইহ মধু-যামিনী মাহ। কাহে লাগি মান-দহনে তনু দহি দহি দুহু মুখ দুহু নাহি চাহ ॥ উহ সুপুরুখ বিদগধ এ অবিচল কুলবালা । বিহি যো না জানল মদন ঘটায়ল যন্ত্র জলধরে বিধুমালা ॥ (১) রোখে =রাগ করিয়া। (২) গোবিন্দ দাস মিছাই আশ্বাস দিল ; কাদিয়া কাদিয়া কানু চলিয়া গেলেন।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।