পদাবলী—গোবিন্দ দাস—১৬শ শতাব্দী। >o8S) চাদ-উদয়ে কি কুমুদিনী মুদিত চাদনী-বিমুখ চকোর। ঐছন যামিনী এতহু না পেখিয়ে কিয়ে বিধি মতি ভোর ॥ তুহু তন্তু পরশ ক্ষণে পরশ নহি জলধরে দামিনী-মালা। ঐছন কামিনী সে পুরুখবর দুহু ক দুলহ নব বালা ॥ সহচরী-বচন শুনিয়া দুহু হৰষিত দুহু মুখ হেরি দুহু হাস । দুহু ক অনুভব পূৰ্বল মনোরথ গোবিন্দ দাস পরকাশ ৷ তেরছ নয়নে ধনী হেরই বামে। তাহা নাহি দেখল নাগর শু্যামে। (১) চঙকি (২) উঠিয়া তবে চৌদিকে হেরি। সখীগণ আড়েত নেহারত গোরী ॥ যব নাহি দেথল নাগর কান। দুরহি দুৰ্ব গেও ৰোখ সে মান । তবহু করু ধনী কত অনুবন্ধ । হিয়া পর জাগল সো মুখ-চন্দ ॥ সখীরে পুছয়ে অব কাহা মকু নাহ (৩) । কহইতে বাঢ়য়ে বিরহক দাহ ॥ গোবিন্দ দাস কহে কৈছন মান। অবিচারে কাহে উপেখলি কান। (৪) যাকর চরণ-নথর-রুচি হেরইতে মুরছয়ে কত কোটি কম। সো মঝু পদতলে ধরণী লোটায়ল পালটি না হেরিনু হাম ॥ সজনি কি পুছসি আমারি অভাগী। ব্ৰজকুল-নন্দন-চাদ উপেখলু দাৰুণ মানক লাগি ॥ কাতর দিঠে মিঠ বচনামৃতে কত রূপে সাধল নাহ। সো হাম শ্রবণ-সীম নাহি আমন্ত্র অবহিয়া তুষ-দহ-দাহ। সে হেন রসিক পিয়া কাহা রহ কাহ করু সোঙরি সোঙরি মন যুর। গোবিন্দ দাস কহে শুন বর-নাগরী সে পহু তোহার অদূর ॥ (১) কুটিল কটাক্ষ দ্বারা রাধিক খুজিয়া দেখিলেন, তাম নাই। ( এপর্য্যন্ত কৃষ্ণ রাধার পা ধরিয়াছিলেন, এইবার নিরাশ হইয়া চলিয়া গিয়াছেন )। (২) চঙকি =চমকিত হইয়া। (৩) আমার নাথ কোথায় ? (৪) কৃষ্ণকে কেন অবিচারে উপেক্ষা করিলে ?
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।