পরিশিষ্ট—রামশঙ্কর দত্তের রামায়ণ–১৬৬৫ খৃঃ । >ly:Rరి তুমি হবা দাসী ভরত হবে দাস। অপমানে নিত্য নিত্য পাইবা বিনাশ ॥ এতেক শুনিয়া কৈকেয়ী বলিলেক বুঝি। হেন কুবচন কথা না কহ কুবুজী ॥ নয়ান আনন্দ রাম সকরুণ দেহ । কৌশল্যা হেন রামচন্দ্র মোরে করে স্নেহ । বাপের দুর্লভ রাম মায়েতে বৎসল । গুণের সাগর রাম নবীন কমল ৷ রামচন্দ্র সাক্ষাতে ভরত হবে রাজা । অলক্ষ্মী কুবুদ্ধি তুমি নাহি তব লজ্জা ৷ রামচন্দ্র পুত্র মোর দেবতা সদৃশ । অমৃত ভাণ্ডেতে কেন ঢালি দেহ বিষ ॥ রঘুনাথ বিনে রাজা কে হইবে আর । চারি পুত্র মধ্যে প্রিয় কেবা আছে আর ॥ দুষ্ট সরস্বতী কৈকেয়ীর কণ্ঠে অধিষ্ঠান । দুষ্ট সরস্বতী । সেহি ক্ষণে কৈকেয়ী রাণীর হরিলেক জ্ঞান ৷ কৈকেয়ীর রাম-প্রীতি । এত শুনি কুবঙ্গী রোষিয়া বালে পুনঃ। রাজকুলে জন্মিয়াছ মন্ত্রণা না জান ॥ কুবঙ্গী বলে তোমার বুদ্ধি বিপৰ্য্যয়। যার পুত্র রাজা হয় সেই ধন্ত হয়। তোমার খুল্লতাত দেখ তোমার বিদিত। তারে এড়ি রাজা কেন হইল যুদ্ধাজিত ॥ কুবৰ্জীর বাক্যে দেবীর বাহুড়িল চিত। জল যেন উথলিল প্রকোপ নদীত ॥ কৈকেয়ী বলে কুবুজী করিব কোন কাৰ্য্য। কোন বুদ্ধে ফিরাইব রাঘবের রাজ্য। কুবুজী বলেন শুন বচন আমার। কুজার মন্ত্রণ গ্রহণ দুই বর রাজা স্থানে আছয়ে তোমার ॥ দেবতা অমুরে যুদ্ধ ছিল পূৰ্ব্বকালে। সকল দেবতা জিনিল দৈত্য বলে ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।