〉bペ8 ক্রোধাগারে । বঙ্গ-সাহিত্য-পরিচয় । নারদ পাঠাইয়া ইন্দ্র নিলা দশরথ । দৈত্য মারি নৃপতি পাঠাইলা যম পথ ॥ যুদ্ধ জিনি আইলা রাজা আপনার পুরে। বাণাঘাতে রক্ত পূয বহে যে শরীরে ॥ বিস্তর রাজার সেবা কৈলা একেশ্বর। তুষ্ট হৈয়া রাজা বলেন মাগি লহ বর ॥ তুমি বলেছিল বর লইবা সময়। অঙ্গীকার আছিল রাজার হইয়া সদয় ॥ সেহি বর লইতে সময় হৈল এহি। রাজাকে করাইবা সত্য বর লহ চাহি ॥ তোমার বচন রাজা না করিবে আন । বৃদ্ধের তরুণী ভাৰ্য্যা প্রাণের সমান ॥ সত্য করাইয়া রাজার মাগি লবে বর। রাম বনবাসী হউক চতুর্দশ বৎসর ॥ ভরত হউক রাজা অযোধ্যা নগরে । এহি দুই সত্য তুমি করাও রাজারে। ক্ৰোধ মন্দিরে গিয়া করহ শয়ন। আভরণ ছাড়ি কর ভূমেতে শয়ন ॥ কুবজীর বাক্যে কৈকেয়ী ক্রোধ ঘরে গেলা । আঁচল পাতিয়া ভূমে শয়ন করিলা ॥ - হেন কালে গেল রাজা কৈকের মন্দিরে । সখীগণ কহিলেক রাজার গোচরে ॥ ক্ৰোধ মন্দিরে রাজা গেলেন তখন। দেখিল কৈকেয়ী ভূমে করেছে শয়ন॥ কৈকেয়ীর হাতেতে রাজা ধরিলা তখন । চঞ্চলে সঞ্চালে হাত না বলে বচন ॥ কৈকেয়ীর হাত ধরি বিস্তর সাস্তাইলা । কান্দিতে কান্দিতে রাণী বলিতে লাগিলা ॥ রাণী বলে পূৰ্ব্বে মোরে যে ছিল দুই বর। প্রতিজ্ঞা করিয়া বর না দিছ অপর ॥ কামে হতচিত্ত রাজা নাহি সব্যজ্ঞান। প্রতিজ্ঞা করেন পুনঃ কেকৈ বিদ্যমান।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।