পরিশিষ্ট—সপিণ্ডাদি-বিচার—১৭শ শতাব্দী। لاbجس :s কৃষ্ণানন্দ পুরী আর পুরী রঘুনাথ । বিশ্বেশ্বর পুরী আর রাঘব বিখ্যাত ॥ পুরুষোত্তম পুরী আর পুরী হে অনন্ত হরিহরানন্দ পুরী সৰ্ব্বগুণবন্ত ॥ প্রবোধীনন্দ সরস্বতী উপেন্দ্র আশ্রম। শুদ্ধ সরস্বতী নাম তিন এক সম ॥ অনুভবানন্দ চিদানন্দ সরস্বতী । শ্রীরাম তীর্থ আর কেশব ভারতী ॥ সত্যানন্দ ভারতী আর তীর্থ জগন্নাথ । নরসিংহ বাসুদেব তীর্থ তার সাথ ॥ গরুড় পরমানন্দ অবধূত নাম। প্রভু পারিষদ সব সন্ন্যাস আশ্রম। জন্ম উদাসীন সভে সভেই সন্ন্যাসী। একত্র মিলিল সভে কেহো কোন দেশী ॥ ইহা সভাকার জন্ম নির্ণয় তাহার। এতেকে কহিতে শক্তি নাহিক আমার ॥ কৃষ্ণপাদপদ্মভূঙ্গ জয়কৃষ্ণ দাস । বৈষ্ণব দিগদর্শন করিলা প্রকাশ ॥ তত্র প্রথম সপিণ্ডাদি-বিচার-প্ররক্তি । পাকুড়ের রাজা পৃথ্বীচন্দ্র ১৮০৬ খৃষ্টাব্দে গৌরীমঙ্গল নামক একখানি গ্রন্থ প্রনয়ণ করেন। তাঁহাতে উল্লিখিত আছে, রাধাবল্লভ শৰ্ম্ম নামক জনৈক লেখক স্মৃতিশাস্ত্রের ভাষা-গ্রন্থ রচনা করেন। যে খণ্ডিত পুথি হইতে ইহা উদ্ধৃত হইল, তাহ ২১০ বৎসরের পূৰ্ব্বের। এই স্মৃতি গ্ৰন্থখানি রাধাবল্লভ শৰ্ম্মা রচিত কি না তাহ জানি না। সপ্তম পুরুষাবধি সপিণ্ড-লক্ষণ। পুরুষের হয় এই শাস্ত্রের লিখন ॥ জীবদ্দশাতে পিতা পিতামহ থাকে। তবে দশপুরুষ সপিণ্ড হয় লোকে ॥ বিবাহ-রহিতা শুন দুহিতার কথা। তৃতীয় পুরুষাবধি সপিণ্ড-গৃহীত ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।