>b"○ら বঙ্গ-সাহিত্য-পরিচয় । সপিণ্ডান্তর চোঁদপুরুষ পৰ্য্যন্ত। সমান-উদক তার হয় দেহবন্ত ॥ তার পর সম্বন্ধ জানিহ নিজ জন । স্মরণ অবধি হয় সাকল্য লক্ষণ ॥ তার পর সকলে গোত্রজ করি কয়। সপিণ্ড-বিচার এই শুন মহাশয় ॥ ইহাতে অশৌচ-নীতি শুন সভ্যজনে। সপিণ্ডবর্গের পূর্ণ জনন-মরণে ॥ তাহাতে দ্বিজের শুদ্ধ দশাবধি হয়। ক্ষত্রিকুলে দ্বাদশাহে অশৌচ নিশ্চয় ॥ বৈহু ভজে পঞ্চদশ দিন অঘযুত। শূদ্রের অশৌচ একমাস সংখ্যা যত। সপিণ্ড ইতরে দশপুরুষ সংখ্যকে । তিন দিন অশৌচ পালিবে ইহলোকে ॥ তার পর চতুর্দশ পুরুষ পৰ্য্যন্ত । পক্ষিণী অশৌচ হয় কহে বুদ্ধিমন্ত ॥ বর্তমান দিবস আগামী দিনাবধি । নিশসহাদিত্য যামে পক্ষিণীকে সাধি। স্মরণ সম্বন্ধে চোঁদ পুরুষের পরে। একদিন অশৌচ পালিবে সমাদরে ॥ তার পর অশৌচ প্রবৃত্তি যদি শুনে। স্নানমাত্রে শুদ্ধ হয় জানে যেই দিনে ॥ ইথে স্বৰ্য্যোদয়-পূৰ্ব্বে যদি জনন-মরণ। পূৰ্ব্বদিন হইতে তারে করিবে গণন ॥ যাবৎ অশৌচ এই জ্ঞাত নাই হয়। তাবৎ তাহার অদ্য না হয় নিশ্চয় ॥ অতো বিদেশবাসীর মৃত্যু করিলে শ্রবণ। কি করি অশৌচ তার করিবে পালন। অশৌচ মধ্যেতে পুন যদি জ্ঞাত হয়। তাহাতে তাহার পাপ বিনাশ নিশ্চয় ॥ অশোঁচের পর যদি বৎসর মধ্যেতে। জ্ঞাত হলে তিন দিন অশৌচ তাহাতে ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।