পরিশিষ্ট—সপিণ্ডাদি-বিচার—১৭শ শতাব্দী। বৎসরের পর মৃত্যু শুনিলে বিহিত । স্বানে শুদ্ধ কলেবর সপিণ্ড সহিত ॥ ইহাতে বিশেষ বলি শুন দিয়া মন । পিতা মাতা স্বামীর শুনিলে সে মরণ ॥ বৎসরের অনন্তর দ্বিতীয়াবা মাঝে । একাহ পালিব পাপ কহে ধৰ্ম্মরাজে ৷ মরণে অশৌচ এই কহিলাম শুন । জনমে যাহার তাহার বলি শুন পুন। জননাশোঁচেতে অঘ করিলে শ্রবণ । শেষ দিন যে থাকে তাহাতে শুদ্ধ জন ॥ অশোঁচের অনন্তর শ্রবণ করিলে। পাপ নাই পরাশর আদি মুনি বলে। কিন্তু নিজ-পুত্র-জন্ম অশোঁচের পর। জ্ঞাত হলে স্নানমাত্র শুদ্ধ কলেবর ॥ চারি জাতে এইরূপ ব্যবস্থা বিধান। পূর্ণ হইলে হয় খণ্ডে না হয় প্রমাণ । অথ গর্ভস্রাবাশৌচ-প্রবৃত্তি । অষ্ট সংখ্যা মাসাবধি আবে গৰ্ভভার। ইহার ব্যবস্থা কহি মুখ্য অধিকার ॥ ইহাতে ছয় মাস মধ্যে গর্ভস্রাব যার। সেই স্ত্রীর অশৌচ অবশু অধিকার ॥ তাহার বিশেষ কহি শুন দিয়া মন । দ্বিতীয় মাসেতে হয় গর্ভের শ্রবণ ॥ তবে সেই কামিনী পাপিনী হয়্যা রয়। তিন দিন অশৌচ অবশু তার হয়। দ্য মাসের অনন্তর ছমাস অবধি । মাসসংখ্যা দিন তার অশোঁচের বিধি ॥ মাসসংখ্যা দিন হইতে বিশেষ কথন । ব্রাহ্মণের একদিন বাড়য়ে রাজন ॥ ক্ষেত্রির নায়িক ভজে দুদিন সমান। বৈশ্বের কামিনী তিন দিবস প্রমাণ ॥ b^లి
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।