পদাবলী—গোবিন্দ দাস–১৬শ শতাব্দী ৷ So 8& শিশিরক অন্তরে আওরে বসন্ত । বসন্তে মিলন। ফুআল কুমুমগণ কানন অন্ত । শ্ৰীবৃন্দাবন পুলিনক রঙ্গ। ভোরল (১) মধুকর কুসুমক সঙ্গ ৷ নব নব পল্লব-শোভিত ডাল। সারা শুক পিক গাওরে রসাল ॥ তহি সব রঙ্গিণী মিলি একু সঙ্গে । ভেটল নাগরী নাগর-রঙ্গে ॥ বিহরই কাননে যুগল কিশোর। নাচত গায়ত রঙ্গিণী জোর ॥ বাওত (২) গাওত কত কত তান । গোবিন্দ দাস অবধি নাহে পান ॥ পন্থ নেহরি বারি ঝরু লোচনে অধর নীরস ঘনশ্বাস । খণ্ডিত । করতলে বদন সঘন অবলম্বই গুণিগুণি (৩) জীবন নিরাশ ॥ মাধব কাহে আশোয়াসলি রামা (৪) । সগরিহ (৫) যামিনী জাগি পোহাঅলি কামিনী সঙ্কেত-ঠাম (৬) । হরি হরি বোলি ধরণী ধরি রোয়ত বোলত গদগদ ভাখ (৭)। নীল গগন হেরি তোহারি ভরম-ভরে বিধি সঞে মগয়ে পাখ । (৮) কি করব চন্দ চন্দন ঘন লেপন কিশলয়-কুসুম-শয়ান। আন বিআধি আন পথ ওখধ গোবিন্দ দাস নাহি মান ॥ (৯) (১) বিভোর হইল। (২) বাদ্য করে । (৩) সময় গণনা করিতে করিতে। (৪) আসিবে বলিয়া কেন রাধাকে আশ্বাস দিয়াছিলে ? (৫) সমস্ত । (৬) সঙ্কেত-স্থানে । (৭) ভাষা। (৮) নীল গগনে তোমাকে ভ্ৰম করিয়া তোমার নিকটে উড়িয়া যাইবার জন্ত বিধির নিকট পাখা প্রার্থনা করে। (৯) শরচ্চন্দ্র-জ্যোৎস্না, চন্দনের সুবাস এবং কিশলয়-কুহুমের শয্যায় কি করিবে ? এক প্রকার ব্যাধি তাহার অন্তপ্রকার ঔষধ ও পথ্য দ্বারা কোন উপকার হয়, ইহা গোবিন্দ দাস মানেন না।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।