পরিশিষ্ট—সপিণ্ডাদি-বিচার—১৭শ শতাব্দী। ১৮৩৩ ইথি মধ্যে বালকের দন্ত যদি হয়। পিতা মাতা তিন দিন অশৌচ নিশ্চয় ॥ সপিণ্ডবর্গের এক দিবস প্রমাণ । শাস্ত্রের সঙ্গত এই বেদের বিধান ॥ ছয় মাসের অনন্তর মধ্যে হ্ৰ বৎসরে । চূড়াহীন বালক যদ্যপি তাতে মরে ॥ পিতা মাতা তিন দিন অশৌচ আচার। সপিণ্ডবর্গের এক দিবস বিচার ॥ ইহার মধ্যেতে যদি চুড়া তার হয়। অশৌচী সপিণ্ড পিতা মাতা দিনত্রয় ॥ দুই বৎসরের পর ছয় বৎসর হলে । তিন দিন অধিক জানিবে সেই কালে ৷ তাতে মরে যজ্ঞস্থত্রবিহীন তনয়। পিতা মাতা সপিণ্ডের তিন দিন হয় ॥ ইতোমধ্যে যজ্ঞস্থত্ৰধারী যদি মরে । অশৌচ সম্পূর্ণ তার জগত সংসারে ॥ ত্রিমাস অধিক ষড়বৎসর-মধ্যেতে। যজ্ঞস্থত্ৰধারী শিশু মরণে তাহাতে ॥ তথাপি তাহার পূর্ণ অশৌচ কথন। ক্ষেত্রি বিট উভয়ের শুনহ বচন ॥ ব্রাহ্মণীর বালক মরণে যে বিচার । সেই মত দুজনার কহিয়ে নিশ্চয় ॥ এক দিবস অশৌচ হয়াছে যেই থানে। সেই খানে ক্ষেত্রির দুদিন যে মানে ॥ তিন দিন বৈশ্লোর মহাশয়। ব্রাহ্মণী সন্তান সহ অশৌচ নিশ্চয় ॥ ব্রাহ্মণী তিন দিন অশৌচ সেখানে। যেখানে ক্ষত্রির ছয় দিবস প্রমাণ ॥ তাহাতে বৈশ্বের নব দিবস পুমাণ । শূদ্রের বিশেষ কহি না করিহ আন ॥ জনন অশৌচ হত্যে শূদ্র শিশু মরে। ছয় মাসের মধ্যে দন্তহীন এ সংসারে ॥ ২৩ o
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।