পরিশিষ্ট – কৰ্ত্তাভজা লালশশী—১৮শ শতাব্দী। :-An ( > ) মাতঙ্গ (১) কত রঙ্গ বিহঙ্গ তরঙ্গ দেখি । রঙ্গে ভঙ্গে এই যে ভাঙ্গা ডিঙ্গে তরঙ্গে ডুবে আটকী। এই যে সহজ ভরা (২) গো যারা ওরা যদি চায়, ছো দিয়ে ওষ্ঠেতে ধরিয়ে উড়িয়ে নিয়ে যায়, দৈবি ঘটে যদি উঠে ঢেউ, এই তরঙ্গে ভাঙ্গিবে ডিঙ্গে বাচব তবে কেউ, লালশশী বলে তরীতে বসিলে কারু না বোলে তারি ফলটা হলো ॥ ( R ) চিরকাল এ কাঠ তিলে কর তল জলের কাণ্ডারী। অগাধ গাঙ্গে বিঘাতখানি ডিঙ্গে মাতঙ্গে চাপিতে কি পারি। যখন পার করিতে তরীতে দেরী করেছে, তখনি জেনেছি গুণমণি বাণী হারিয়েছে, চলে এলাম পেলাম কর্ণধার, তরো জলে সভে মিলে তরবো যত পার, আমরা গরিব রূপে পারের তরী চেপে পারি কিরূপে যাতে এ কিনারে । ( 9 ) আমরা তাই ভাবছি সভাই মিলে। সারা দিনটে যাবে সায়ংসন্ধ্যা হবে ঘোর আন্ধারে খুলবে কেন থিলে । (১) সম্ভবতঃ “মন-মাতঙ্গ”। (২) সহজ ভরা=সহজপন্থী লোক সব জীবন-নৌকা তরঙ্গে ভাসাইয়াছ, কেহকে জিজ্ঞাসা না করিয়া সহজ-পথে আসিয়াছ। গুরুর আদেশ না পাইয়া বিপদের সম্মুখীন হইয়াছ। এখন উদ্ধে বিহঙ্গ ছে মারিয়া তোমায় ধরিয়া লইয়া যাইতে পারে, এবং ডিঙ্গা ভাঙ্গিয়া যাইতে পারে ; তাহাতে দুই এক জন বাচিলেও বাচিতে পারে। ( বিহঙ্গ তরঙ্গ প্রভৃতি কণমাদি-জনিত বিপদ ) । লালশশী বলেন গুরুর আজ্ঞা না লইয়া আসার ফল এইরূপ। - -
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।