পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী। SS(t মাণিক-রচিত চন্দ্র-সম নখ-পান্তী (১)। সজল-জলদ-রুচি জিনি দেহকান্তি ॥ বত্রিশ রাজলক্ষণ-সহিত শরীর। কংসের বধ-কারণ অতি মহাবীর ॥ নানা মণি অলঙ্কার শোভিত শরীরে । পীতবসন শোভে বঁাশী ধরে করে ॥ নিতি নিতি বাছ (২) রাখে গির্জা বৃন্দাবনে। গাইল বড় চণ্ডিদাস বাশুলীগণে (৩) ৷ (পাহাড়ীয়া ক্রীড়া ॥) যদি কিছু বোল বোলসি তবে দশন-রুচি তোহ্মারে (৪) । হরে কুরুবার (৫) ভয় অন্ধকার সুন্দরী রাধা আহ্মারে ॥ । তোহ্মার বদন সংপূন (৬) চান্দ আধর (৭) আমির্তা লোভে । পরতেখ তোর নয়ন-চকোর যুগল নিশ্চল শোভে ৷ মদন-বাণে দগধ-ভৈলো তোর আকারণ (৮) মানে। বদন-কমল মধুপান দিওঁ। রাখহ মোর পরাণে ॥ ধ্রু ॥ যবে সর্ত্যে কোপ করিলে তবে মোরে হীন নয়ন-বাণে । দৃঢ় ভুজযুগে বন্ধন করির্তা অধর দংশ দশনে ॥ (১) পাতি। (২) গো-বৎস। (৩) বাশুলী দেবীর স্বগণ ( সেবক)। (৪) “বদসি যদি কিঞ্চিদপি দস্তরচি-কৌমুদী ইত্যাদি। ইহার পরবর্তী সব কবিতাই জয়দেবের অনুবাদ । (৫) দুৰ্ব্বার। (৬) সম্পূর্ণ, পূর্ণ। (৭) অধর। (৮) অহেতুক।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।