পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৪৬
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

দান।এইত বৃন্দাবন-পথে।
নিতি নিতি করি যাতায়াতে॥
যদি হাতে করি লই সোণা।
তুমি কে না কহে এক জনা॥
তুমি দেখি পুছহ বড়াই।[]
কিসের দান চাহেন কানাই॥
সঙ্গে সবে দধির পসরা।
তাহে কেনে এতেক ঝকড়া॥
তাহে আছে ঘৃত দুগ্ধ দধি।
ইহাতেই পাবে কোন নিধি॥
তুমিত বরজ-যুবরাজ।[]
তুমি কেনে করিবে অকাজ॥
দূর কর হাস-পরিহাস।
কহতঁহি গোবিন্দ দাস॥

মাধুর।

ঝর ব্যর জলধর-ধার।
ঝঞ্জা-পবন বিথার॥
ঝলকত দামিনী-মালা।
ঝামরি[] ভৈ গেল বালা॥
ঝুট কি কহব কানাই।
ঝুরত তুয়া বিনু রাই॥
ঝন ঝন বজর-নিশানে।
ঝাপি রহত দুই কাণে॥
ঝিঞ্ঝি ঝঙ্কর রাতি।
ঝঙ্ক সহনে নাহি ঘাতি॥
ঝুমরি দাদুরী-বোল।
ঝুলত মদন-হিল্লোল॥
ঝটকি চলত ধনী-পাশ।
ঝগড়ত গোবিন্দ দাস॥

  1. বড়াই=যোগমায়া, ইনি রাধা-কৃষ্ণ মিলনের সহায়। বড়াই, তুমি জিজ্ঞাসা কর।
  2. বরজ=ব্রজ।
  3. ঝামরি=ম্লান।