و 8 سbلا , বঙ্গ-লাহিত্য-পরিচয় - । ঘুরায় বারে বার, দারুণ বিধির চিরদিন বুদ্ধি এই প্রকার, হয়ে জোনাক পোকা লেগে ধোকা ফিরে উড়তে চাই ॥ ( 8: ) মিঠাই আচ্ছা লুচী পুরী। খাবার পাকে উলটা পাকে ঘুরি। - যত দেখতে দেখতে হাতে পেতেছি, . পথে পথে চলতে চলতে খেতেছি, - খেয়ে হয়ে পেটভারী, - - লালশণী বলে কি করিলে কালের গোসাঞি। ( 8२ ) অমনি অমিয়-সাগর সেই নাগর বদি হইবে। শ্রবণে শুনেছ তা দর্পণে মানিবে তা, সাবধানে পুনঃ মানতে মানতে, আপনাহোতে গমনাগমন ঘুরিবে৷ সামান্ত মান্ত অমান্ত মান্ত রাখিবে। যেমন ত্রিভুবনে ত্ৰিবিধ জনে মনের অভিলাষ, সেই আভাসে ঈশ্বর-ইচ্ছে হচ্ছে বারমাস, যা বলছে ডেকে বলবে লোকে মস্তকেতে ধরিবে ॥ D ( ৪৩ ) পেএ বহু জন্ম স্ব-ধৰ্ম্ম-মৰ্ম্ম না পেএ। অনর্থ স্বৰ্গ মৰ্ত্ত্য পাতাল পর্য্যন্ত আস্ছ ভ্ৰমিয়ে। এ সব ভ্রম ঘুচিয়ে প্রেমী হয়ে অমিয়ে নিধি পাও, নৌকা পরে গাড়ী চড়ে গাড়ীক উপর না, ভবে পূর্ণ যত ক্ষুণ্ণ তত মান্ত তত জানিবে। ( 88 ) পুরুষ প্রকৃতি কি নৃপ আদি গুণের নিধির বাধ্য সকলে। মহা তুষ্ট পূর্ণ অধিষ্ঠা একবার দৃষ্টি করিলে । আছে নিরবধি ঐ নিধি সাধ্য সাধনায়, - আয় বলে এই ত্রিকুলে হৃদ-কমলে ডাক্লে দেখতে পায়,
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।