পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—কর্তাভজা লালশশী—১৮শ শতাব্দী। Տb-8Գ যেই ধারা ধারা সসাগর। সারাকুল করে , ভাবীর সহিত ভাব ঘোরেতে ঘুরছে বারে বারে, যখন ভাবীর সঙ্গে সেই স্বঅঙ্গে অভেদ অঙ্গে ভাবিবে। ( 86 ) আছে পতঙ্গ স্থাবর জঙ্গম বিহঙ্গ রঙ্গ-রসেতে। নিরবধি হেরছে সেই নিধি এর হৃদপদ্মেতে ॥ এদের হৃদপদ্ম সে পদ্ম ভেদ নাই ক্ষণে, জ্ঞান মন আর নয়ন সৰ্ব্বদা চেতন শয়ন স্বপনে, যাদের ভাব ঘোরেতে ঘুরতে ঘুরতে ফিরতে উসস নাই, অঙ্গে অঙ্গে প্রেম-তরঙ্গে ভাসতে চেতন গোসাঞি, লালশশী বলে রসিক এলে চক্ষুঃ খুলে দেখিবে ॥ " ( ৪৬ ) - আসছি এই বলে গিয়েছে। মিছে বল্‌ছ বঁধুরে কার ঘরে গে সেঁধিয়েছে। তা কি হয় মিছে, - . সে ততো মিথ্যাবাদী নয়, . . . অবিরত নিয়ত সত্য কথা কয়, = সহরে ঘুরে হয়তে ফিরে ফের আসতেছে। • * ( 8: ) . এই যে ভবসিন্ধু বন্ধু পার করে। , ; তারে বোলে সেধিয়ে রৈল কার ঘরে। যাতে ইচ্ছা আছে যার, - কিবা সাধ্য অসাধ্য বাধ্য হবে তার, বন্ধু আসতে আসতে বুঝি পথে পথ ভুলেছে। ( 8w ) পরম রঙ্গে ছিল ঘরে । * -- - - - নিদ্রা ভেঙ্গে বলে গেল আসি ফিরে ঘুরে । , আবার যাবার বেলা গলা ধরিএ, গলাগলি কোলাকুলি করিএ,