St:ge o - বঙ্গ-সাহিত্য-পরিচয় - । আমি ভালমন্দ হই, অবিশ্রান্ত একান্ত বঁধুর বই আর নই, বঁধু আসতে যেতে সব দফাৰুে খাটি আছে। - ( 85 ) আমি যেমন দেখি তারে। তেমনি নাকি বঁধুয়া সাতে ঝুরিত আমার তরে। যদি দেক্তে না পায় আমায় নিমিষে, কি করবে কি হবে ভবে বেছ সে, আবার যখন দেখা হয়, আহলাদে উল্লাসেতে ভাসবে উভয় কায়, লালশশী বিধয় রসিক হৃদয় উদয় হচ্ছে ॥ ( & & ) বধুর কিবে রূপের ছটা । নিরখিতে কটাক্ষেতে হয় ভাবীর ভাবের ঘট ॥ যেমন স্বর্ণ জিনি মণিময় রতন, রত্ন জিনি গুণমণির বরণ চক্ষে দেখে যে একবার, দুটা তারা মাতোয়ার ভোর হয় তাহার, আর কেউ পাবে না তার অন্বেষণ৷ ( to ) কেউ তো ভাই ভজে না তারে। যে করেছে স্বজন সেইত ভজে সভারে ॥। ত্রিলোক সংসারে ॥ তুমি খুঁজে দেখ ভাই, গরজ বিনে ভজতে চায় এমন তো কেউ নাই, যত গতিবিধি কত্তে লোকে বারে বারে। ( ¢२ ) জীবের ভাল মন যার নাম করলে দুঃখ যায় দূরে। তার পানে কেউ কখন চায় না ফিরে ॥ বিনে দুঃখের সময়, কখন কি মালিকে কণর মনে হয়, দেখনা ডাকিতে মুম্কিলে যে আসান করে।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।