b*(to বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( 44 ) তুমি দশের রাজা হয়ে। করছ মজা নিরবধি রাজ্যেতে বসিয়ে ॥ তুমি বুঝলে না কে স্বজিল তোমায়, ভাব লে না শেষকালে হবে কি উপায়, যদি আপন কুশল চাও, স্বজন করিলে যে তারি গুণ গাও, সে যে অকিঞ্চন-জনগণের মনোরঞ্জন ॥ " ( «ы ) তুমি বারেক ভজে দেখ। মজা না পাও বুঝেশুঝে ক্ষান্ত হয়ে থেকো ॥ । যে জন ইক্ষু-রসের পেয়েছে সন্ধান, অগ্রভাগ হইতে ক্রমে করে পান, এমনি ভজন-তত্ত্ব, ভজতে ভজতে বুঝতে পায় পরম পদার্থ, আর ভজন বিনে বৃথা এ জীবন ধারণ, লালশশী বলে মিথ্যা না হয় কাল ক্ষেপণ ॥ সমসের গাজি ।
- o3
সমসের গাজির পুথি হইতে অতি অল্প একটু অংশ এই পুস্তকের ১৪০৮ পৃষ্ঠায় উদ্ধৃত করা হইয়াছিল। পুথিখানি আমরা না পাওয়াতে বেশী উদ্ধৃত করিতে পারি নাই। সম্প্রতি আমার পরম স্নেহাস্পদ বন্ধু শ্ৰীযুক্ত লুথফুল খবির সাহেব এই পুথি চট্টগ্রাম হইতে প্রকাশ করিয়াছেন,— এই পুস্তকখানিতে সাময়িক সমস্ত বিবরণ উৎকৃষ্ট রূপে লিপিবদ্ধ আছে। গ্রন্থকারের নাম নাই, তিনি গজির সামসময়িক ব্যক্তি। সমসের গাজি আলিবর্দি খার সময়ে বিদ্যমান ছিলেন। ১৭৫২ খৃষ্টাব্দে শত্র-হস্তে ইহার মৃত্যু ঘটে।