>brQや প্রদান । ফকীরের সঙ্গে বন্ধুত্বে প্রতিবাদ । গাজির উত্তর । বঙ্গ-সাহিত্য-পরিচয় । গাজির মূর্শিদাবাদ-গমন । কামরূপ কামাখ্যাতে জান মোর জন্ম । স্বদেশ বিদেশ ভ্ৰমি এই মোর কৰ্ম্ম ॥ মুর্শিদাবাদে শুনি খোসনাম তোমার। আসিয়াছি এইখানে তোমা দেখিবার ॥ গাজিও বলিলা তুমি চল মোর সঙ্গে। মুরশিদাবাদেতে আমি যাব তব সঙ্গে ॥ দেশান্তরী বলে বাপু (কর্ত) যে আজ্ঞা তোমার। এ অধম জন জান সেবক তোমার । এতেক শুনিল যদি কারক সকলে । করযোড়ে গাজি-আগে গদগদে বলে ॥ আমি সব সেবকের শুন নিবেদন । যুক্তিযুক্ত নহে তথা যাইতে এখন ॥ কোথা হতে এল হেত এ দুষ্ট সন্ন্যাসী । মন্ত্র মালা জপি তোমা করিল উদাসী ॥ ধৈর্য্য ধর ক্ষান্ত হও স্থির কর মতি। আজ্ঞাদেও শাস্তি করি এ দুষ্ট কুৰ্ম্মতি ॥ এত শুনি ক্ৰোধ ভরে বলে গাজিবর। হেন বাক্য বল কেন হইয়া বৰ্ব্বর ॥ হইলে মরণ আছে তাতে কি সংশয়। যাইব নবাব-আগে যে হয় সে হয়। তুমি সবে ভাল যদি চাহ আপনার। নিষেধ না কর মোরে নবাব দিদার ॥ সন্তাসীরে মন্দ যদি বল কোন জন । নিশ্চয় হইবে জান তাহার মরণ ॥ বহু আফছোচ (১) করি রহে সৰ্ব্বজন । সন্ন্যাসীরে লই গাজী করয়ে ভ্রমণ ॥ একদিন পায়দল সন্ন্যাসী লইয়া । কাছিমের বাড়ী গাজি যায় মোকামিয়া ॥ (১) আপশোস=আক্ষেপ ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।