পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ها را سرد বঙ্গ-সাহিত্য-পরিচয় । আর আর যত আমলাকারক আছিল। কার পুত্র কার নারী সঙ্গেতে চলিল ॥ কার ভাই কার ইষ্ট কার পরিজন। নাছিরের ভগ্নী পুত্ৰ আছাদ একজন ॥ সেকরফি জানবক্স মাহাহ্মদ পুত। কালুরাম লস্কর মনু সরকারের স্থত ॥ চলিলেক যত লোক বলিতে না পারি। পঞ্চ হাজার সৈন্ত আর নানা অস্ত্রধারী ॥ মনে আশা ছিল বড় সম্মুখ আষাঢ়ে। সঞ্চারিতে নয়া বাড়ী সহ-পরিবারে ॥ করাবে বিবাহ পুত্রে যেয়ে সেই বাড়ী। রঙ্গ ঢঙ্গ নানা বাদ্য হবে বাড়ী বাড়ী ॥ কতই আমোদ হবে কত নাচ গান। মনে যেন কার কিছু না রহে আরমান ॥ না পারিল নিদারুণ বৈষ্ণব-মন্ত্রে ভুলে। মনের আশা মনে রল গাজি গেল চলে ॥ এগার শ উনষাইট সন জ্যৈষ্ঠমাসে। জুম্মাবারে জান তুমি জোহরের শেষে ॥ উনত্রিশ তারিখ সেই ছিল শুক্রবার। চলিল পশ্চিম-মুখে গজি মরিবার। মায়া-তিমির-চন্দ্রিকা । ১৮শ শতাব্দী। বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৬০৮-৬১২ পৃষ্ঠায় দ্রষ্টব্য। নিম্নলিখিত অংশগুলি ঢাকা জিলার বায়রা-গ্রামনিবাসী শ্ৰীযুক্ত অত্র রচন্দ্র সেন মহাশয় সংগ্ৰহ করিয়া দিয়াছেন। মায়া-তিমির-চন্দ্রিকার প্রাচীন কয়েকখানি পুথি আমরা বহু পূৰ্ব্বে দেখিয়াছিলাম। সম্প্রতি এই পুথি প্রকাশিত হইয়াছে। ফরিদপুরের উকীল খ্ৰীযুক্ত অম্বিকাচরণ মজুমদার মহাশয়ের বাড়ীতে ইহার মুদ্রিত সংস্করণ ১৫ বৎসর পূৰ্ব্বে আমরা দেখিয়াছিলাম।