পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a 8b বঙ্গ-সাহিত্য-পরিচয় । হিরণক হার হৃদয়ে নাহি ধরই। হিমকর-কিরণহি সো তনু দহই । হাহা শশিমুখী কত দুখ সহই ॥ হলধর-সোদর কিয়ে তুহু ভোরি। হেলে হারায়লি হিরন্ময়ী-গোরী ॥ হরিণ-নয়নী অবধি দিন গণই। হেরইতে পন্থ নিমিথে মানই ॥ হিয় মাহ লেহ মরম কহ কহই। হরি হরি বলি মূরছি কাহা রহই ৷ হসি হসি হাখি হাখি ক্ষণে উঠই । হেমক পুতলী মহীতলে লুটই ॥ হরল গেয়ান তোহারি অভিলাষে । হোত কি না বুঝল গোবিন্দ দাসে ॥ তরুণ-অরুণ সিন্দুর-বরণ নীল গগনে হেরি। তোহারি ভরমে তা সঞে রোখত মানিনী বদন ফেরি । (১) কানু হে রাইক ঐছনল কায । । আট প্রহরে তো বিনু সাজই আটহু নায়িকা-সাজ ॥ প্রাণ-সহচরী চরণে সাধই কানু মানায়বি তোহে। আখি মুদি কহে অবহু মাধব কাছে না মিলল মোহে ॥ খঞ্জন-ধ্বনি শুনি উমতি (২) ধাবই তোহার নুপুর মানি। হাসি আভরণ অঙ্গে চড়ায়ই শেয বিছায়ই জানি ॥ (৩) নীল নিচোল সঘনে মাগয়ে নিবিড় তিমির হেরি। ঘুমল তো সঞে কহই ঐছন বেশ বনায়বি ফেরি ॥ কোকিলের রবে চমকি উঠয়ে নিয়ড়ে না হেরি ভোরি। সোঙরি তোহারি গমন মধুপুরী মূৰছি পড়ল গোরী। (১) তরুণ-অরুণ-শোভিত নীল আকাশকে কৃষ্ণ-ভ্ৰম করিয়া মানিনী রাধা মুখ ফিরাইয়া থাকেন, অর্থাৎ আকাশের দিকে চাহেন না। (২) উন্মত্ত হইয়া । (৩) খঞ্জনের ধ্বনি শুনিয়া নুপূৰ্ব-শব্দ-ভ্ৰমে তোমার আগমন প্রত্যাশা করিয়া হাসিয়া হাসিয়া আভরণ পরে এবং শয্যা প্রস্তুত করিতে থাকে।