b^ుచ్చి পরাবুদ্ধির সহায়ত৷ বঙ্গ-সাহিত্য-পরিচয় । শাস্ত্র দৃঢ়তর ত্যজি কুজনেতে মিলিছ। কুমন্ত্রণ শুনি সদা কুপথেতে চলিছ। কহে রামগতি সেন মনে কিবা ভাবিছ । সংসার দারুণ ঘোর অলজঘ্য সাগর। মায়া-নীর হীন-তীর পরম স্তর ॥ শোকের তরঙ্গ তাহে দুগের লহরী । মকর কুম্ভীর তাহে রোগ আদি করি ॥ রত্ন-লোভে যত্ন করি তাহাতে মজিলে। রত্ন না পাইয়া মন তরঙ্গে ডুবিলে । মোহের আসরে দারা-স্নতের বাসর। মায়াপাশে বদ্ধ সদা ক্রিয়াতে পাসর ॥ এই মত কহি যত দুষ্ট মন-প্রতি। না ফিরিল দুষ্ট মন শূকরের গতি । শ্ৰীনাথ-পদারবিন্দ ভাবিয়া ভাবিয়া । পরাবুদ্ধি হৈতে গতি আর না দেখিয়া ॥ পরাবুদ্ধি গরীয়সী তাকে আশ্রাইয়া । বলিলাম তার মত মনকে তজ্জিয় ॥ শুন মন কুগমন কুপথের পথী। কুপথে চলিতে বল কে তোমার সাথী ৷ বুদ্ধি-পাশে হস্ত পদ বান্ধিয়া তোমার। ধীরতার গিরি বুকে চাপাইয়া ভার। ক্ষমার মন্দিরে বন্দী করিয়া রাখিব। চেতন-প্রহরী তথা সতর্ক করিব ৷ যখন নয়ন-জলে ধরা তিতিবে। আপনার কৰ্ম্মফল তখন পাইবে ॥ নহেত চঞ্চল মন আপনা রাখিয়া । ছাড়হ কুপথ চল স্থপথ জানিয়া H ইতি মায়া-তিমির-চন্দ্রিকা-গ্রন্থে বিকারাত্মক-মনদমন-প্রসঙ্গে প্রথম কলানাম প্রথম উল্লাস ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।